বিল গেটসকে ই-মেইল


প্রকাশিত: ০২:২৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

বিল গেটসকে ই-মেইল
কলেজ পড়ুয়া এক ছেলে  ল্যাপটপ কিনলো। কেনার পর বিল গেটসকে ই-মেইলে লিখল- ‘আমি যে ল্যাপটপটা কিনলাম, কেনার পর শুরুতেই যে সমস্যা পেলাম, এই Keyboard এর Letters গুলো সঠিকভাবে সাজানো নেই। Windows এ Start Button আছে কিন্তু Stop Button নেই কেন? Ms Word আছে কিন্তু Mr. Word কবে বেরুবে? প্রায়ই একটা ম্যাসেজ আসে ‘press any key to continue’, এই ‘any key’ টা keyboard এর কোথায় থাকে? আর আপনি নিজে হলেন Gates (দরজা), নিজে Gates হয়ে Windows (জানালা) বানালেন কেন?

ই-মেইল পড়ে বিল গেটস অজ্ঞান হয়ে গেলেন।

****

উঠে দেখি বিছানা ভেজা
১ম পিচ্চি : জানিস, কাল রাতে স্বপ্নে দেখি আমি ফায়ার সার্ভিসে চাকরি পেয়েছি এবং এক বাসায় আগুন নিভাচ্ছি!
২য় পিচ্চি : দারুণ তো! তারপর কী হল দোস্ত।
১ম পিচ্চি : কি আর হবে, ঘুম থেকে উঠে দেখি বিছানা ভেজা।

****

মেয়েদের দেখতে পারবি
১ম বন্ধু : কিরে নারকেল গাছের উপরে উঠে কী করিস?
২য় বন্ধু : সিটি কলেজের মেয়ে দেখছি!
১ম বন্ধু : হাত দুইটা ছেড়ে দে।
২য় বন্ধু : কেন?
১ম বন্ধু : তাহলে মেডিকেল কলেজের মেয়েদের দেখতে পারবি।

****

আমি সহ্য করতে পারি না
স্ত্রী : কী ব্যাপার! বাজার থেকে পেঁয়াজ আননি কেন, দাম বেশি বলে পেঁয়াজ আনবে না?
স্বামী : না, ঠিক তা নয়।
স্ত্রী : তাহলে?
স্বামী : পেঁয়াজ কাটতে বসে তুমি প্রতিদিন চোখের জল ফেলবে, দৃশ্যটা আমি সহ্য করতে পারি না।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।