ভাঙলে পয়সা ফেরত


প্রকাশিত: ০৪:১৬ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

ভাঙলে পয়সা ফেরত
ক্রেতা : এই আয়নার কী ধরনের গ্যারান্টি আছে?
বিক্রেতা : ১০০ তলা থেকে ছুঁড়ে ফেলে দেন নিচে। ৯৯ তলা পর্যন্ত ভাঙবে না। ভাঙলে পয়সা ফেরত।

****

ওটা লাউ গাছ নয়
ইউরোপ-আমেরিকায় উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরেছেন এক কৃষি বিশেষজ্ঞ। গ্রামে গিয়ে এক চাষীকে উপদেশ দিচ্ছিলেন- বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে শেখো। পুরনো রীতিতে চাষ করলে ফসল কিছুই বাড়বে না। তোমার ওই লাউ গাছটার দিকে তাকাও। এত রুগ্ন যে ওতে যদি পাঁচটা লাউ ধরে আমি খুবই অবাক হবো।
চাষী : পাঁচটা কেন? একটা লাউ ধরলেই আমি অবাক হবো আরো বেশি।
বিশেষজ্ঞ : কেন?
চাষী : কারণ ওটা লাউ গাছ নয়, কুমড়ো গাছ।

****

উড়ে যায় কেন
শিক্ষক : শীতকালে পাখিরা দক্ষিণে উড়ে যায় কেন?
ছাত্র : হাঁটার জন্য দক্ষিণাঞ্চল খুব দূর হয়ে যায় বলে।

****

আমি ভেঙে ফেলেছি
ছেলে : আচ্ছা বাবা, তোমার মুখটা কেমন সেটা তো তুমি জানো। তাই না?
বাবা : কেন জানবো না? অবশ্যই জানি। কিন্তু এটা জানতে চাইলি কেন?
ছেলে : তোমার দাড়ি কামানোর আয়নাটা আমি ভেঙে ফেলেছি।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।