আজকের কৌতুক: ছেলেকে বাবার পরামর্শ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ এএম, ০৯ আগস্ট ২০২২

ছেলেকে বাবার পরামর্শ
বাবা: আজ স্কুলে গিয়ে কোনোরকম বদমায়েশি করিসনি তো?
ছেলে: না বাবা, স্যার সারাদিন আমাকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে রেখেছিলেন। এরপর আর কী করে দুষ্টুমি করি তুমিই বল!

****

খাবারের বিল
স্বামী: বুঝলে গিন্নি, ক্লাবে আজ আমার বক্তৃতা শুনে সবাই সানন্দে হাততালি দিল।
স্ত্রী: বক্তৃতার বিষয় কী ছিল?
স্বামী: খুব সংক্ষিপ্ত বক্তৃতা। শুধু বললাম, ‘আজকের খাবার বিল মেটানোর ভার আমার!’

****

বিশাল মূল্য ছাড়
এক লোকের স্ত্রী বেড়াতে এসে এক জায়গায় একটা সাইনবোর্ড দেখল। তাতে লেখা, ‘বিশাল মূল্য ছাড়। সিল্কের শাড়ি ১০ টাকা, জামদানি ৮ টাকা ও সুতি শাড়ি ৫ টাকা।’ এটা দেখে সে তার স্বামীকে বললো—
স্ত্রী: দেখো, কী বিশাল ডিসকাউন্ট, অবিশ্বাস্য। এখনই আমাকে ৩০০ টাকা দাও। ইচ্ছেমতো শাড়ি কিনে আনি।
স্বামী: এতো উত্তেজিত হওয়ার কিছু নেই। ওটা লন্ড্রির দোকান।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।