আজকের কৌতুক: লটারিতে পাওয়া স্মার্টফোন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ এএম, ০৪ জুলাই ২০২২

লটারিতে পাওয়া স্মার্টফোন
রিয়াজ ও সোয়েব দুই বন্ধু। রিয়াজ তার বন্ধু সোয়েবকে হঠাৎ করে বললো—
রিয়াজ: বল তো আমার এই ফোনের দাম কত হবে?
সোয়েব: কতোই আর হবে, ১০ হাজার টাকা।
রিয়াজ: নাহ! আমার ফোনের দাম ২০ টাকা।
সোয়েব: বলিস কী? কীভাবে?
রিয়াজ: কারণ এই ফোনটা আমি ২০ টাকায় লটারি খেলে পেয়েছি।

****

হাতি কোরবানি
দুই বন্ধুর কথা হচ্ছে—
১ম বন্ধু: আমার একটি ছাগল আছে। কিন্তু ছাগলের বাচ্চা হয় না। এইবার যদি ছাগলের বাচ্চা হয় তাহলে আমি একটা নিয়ত করেছি।
২য় বন্ধু: কি নিয়ত করেছ বন্ধু?
১ম বন্ধু: ছাগলের বাচ্চা হলে আমি একটা হাতি কোরবানি দিব।

লেখক: সুলতান মাহমুদ
শ্রেণি: সপ্তম, শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়
চিনিতোলা, মেলান্দহ, জামালপুর।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।