আজকের জোকস: বাবুর্চির রান্নার সিক্রেট রেসিপি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ এএম, ২৬ জুন ২০২২

বাবুর্চির রান্নার সিক্রেট রেসিপি
একদিন এক বাসায় বাবুর্চি রান্না করছিল। গৃহকর্ত্রী ধমকে উঠলেন—
গৃহকর্ত্রী: এ কী, তুমি না ধুয়েই মাছ রান্না করছ!
বাবুর্চি: মাছ তো সারাজীবন জলেই ছিল মেমসাহেব। ওটা আবার ধোয়ার কী দরকার।
গৃহকর্ত্রী: কি বলো এসব!
বাবুর্চি: জ্বি ম্যাডাম, এজন্যই তো আমার রান্না এতো মজা হয়।

****

বরফের যোগান
এক যাত্রী ট্রেনের অ্যাটেন্ডেন্ট কালুকে ১০০ টাকা দিয়ে বললেন—
যাত্রী: আরেকটু বরফ আনো তো, লাস্ট পেগটা মারি।
কালু: আর তো বরফ পাওয়া যাবে না স্যার।
যাত্রী: কেন?
কালু: ডেডবডি আগের স্টেশনে নামিয়ে নিয়ে গেল যে।

****

চিনির নাম লবণ
একজন মুদির দোকানে গেছেন চিনি কিনতে। দোকানদার প্যাকেট করতে যাচ্ছিলেন এমন সময়—
ক্রেতা: সে-কি! আমি তো আপনাকে চিনি দিতে বলেছি। আপনি আমাকে লবণ দিচ্ছেন কেন?
বিক্রেতা: কই! আমি তো আপনাকে চিনিই দিচ্ছি।
ক্রেতা: তাহলে বস্তার গায়ে ‘লবণ’ লেখা রয়েছে কেন?
বিক্রেতা: যাতে পিঁপড়ারা বুঝতে না পারে!

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।