আমি হাসপাতালে কেন


প্রকাশিত: ০৪:২২ এএম, ২৬ জানুয়ারি ২০১৬

আমি হাসপাতালে কেন
রোগী : আমি হাসপাতালে কেন?
ডাক্তার : সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর আপনাকে এখানে আনা হয়েছে।
রোগী : কি ঘটেছিল?
ডাক্তার : আপনার জন্য একটা সুসংবাদ এবং একটা দুঃসংবাদ আছে।
রোগী : দুঃসংবাদটা আগে শুনি।
ডাক্তার : আপনার পা দু’টিতে আঘাত লাগার পর তা কেটে ফেলা হয়েছে।
রোগী : আর সুসংবাদটা কী?
ডাক্তার : পাশের সিটের এক রোগী আপনার স্যান্ডেল জোড়া কেনার প্রস্তাব দিয়েছে!

****

আমি বিখ্যাত লেখক
লেখক : আমি যে লেখালেখির কিছুই জানি না সেটা আমি এতদিনে বুঝতে পারলাম।
সাংবাদিক : তাহলে এখন কি আপনি লেখালেখি ছেড়ে দিবেন?
লেখক : তা-ই বা কেমন করে দিই? এখন তো আমি বিখ্যাত লেখক।

****

শুধু তোমাকেই ভালোবাসি
ভ্যালেন্টাইনের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টায় প্রেমিক-প্রেমিকার ফোনালাপ-
প্রেমিক : বিশাস কর লক্ষ্মীটি আমি শুধু তোমাকেই ভালোবাসি।
প্রেমিকা : সত্যি বলছ তো? তাহলে বলো তো কে আমি?
প্রেমিক : না ইয়ে মানে অপরিচিত নম্বর থেকে করেছ তো তাই চিনতে পারছি না। তাই বলে আবার রাগ কোরো না প্লিজ। তোমার কণ্ঠ তো আমার যুগ যুগ ধরে চেনা।

****

দেউলিয়া হয়ে গেছি
প্রেমিক : তোমার প্রেমে পড়ার পর থেকে আমি কিছুই খেতে পারছি না, পরতে পারছি না, কিছুই করতে পারছি না।
প্রেমিকা : তুমি আমাকে এতই ভালোবাস?
প্রেমিক : না তা নয়। আসলে তোমার পেছনে খরচ করতে করতে আমি দেউলিয়া হয়ে গেছি।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।