আজকের কৌতুক: স্বামীকে শিক্ষা দেওয়ার উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৪ জুন ২০২২

স্বামীকে শিক্ষা দেওয়ার উপায়

চিত্রশিল্পী: ম্যাডাম, আপনার পেইন্টিংয়ে জড়োয়া হার দিতে বলছেন কেন?
নারী: আপনি করে দিন। সমস্যা কী?
চিত্রশিল্পী: আপনার পোশাক, গেটআপের সঙ্গে এমন হার তো মানাবে না!
নারী: না মানাক, তবুও তেমন ছবি এঁকে দিন!
চিত্রশিল্পী: এমন চিন্তার কারণটা জানতে পারি কি?
নারী: আমি জানি, আমি মারা যাওয়ার পর স্বামী আবার বিয়ে করবে। তখন নতুন বউ এসে আমার এই ছবি দেখবে। এরপর সে এই হার খুঁজবে। না পেয়ে জ্বলতে থাকবে।

**

প্রেমিকের সংখ্যা

একদিন পার্কে ঘুরতে গেল লিনা। গিয়ে পার্কের নোটিশ বোর্ডে একটি লেখা দেখতে পেল, ‘গাছের গায়ে প্রেমিকের নাম খোদাই করার বদলে নিজের প্রেমিকের নামে একটি গাছ লাগাও।’

কথাটি মনার মনের গভীরে গিয়ে তীরের মতো আঘাত করলো। লিনা অনেক ভেবে-চিন্তে প্রেমিকের সংখ্যা গুনে, শেষে চার বিঘা জমি কিনে তাতে আখের চাষ করে ফেললো!

 

**

পরোটার জনপ্রিয়তা বেশি

হোটেলের টেবিলে প্রতিদিন সকাল বেলা আলুরদম আর পরোটার মধ্যে আলোচনা হয়। আজও তাদের মধ্যে কথা হচ্ছে-
পরোটা: জানিস, তোর থেকে আমার পরিচিতি বেশি?
আলুরদম: ঠিকই বলেছিস দোস্ত। যাদের মানুষ ছিঁড়ে ছিঁড়ে খায়, তাদেরই পরিচিতি বেশি হয়!

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।