কোন চাকাটি পাংচার হয়েছিল


প্রকাশিত: ০৪:২৬ এএম, ২৩ জানুয়ারি ২০১৬

কোন চাকাটি পাংচার হয়েছিল
চারজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এক জায়গায় বেড়াতে গেল এবং ফাইনাল টেস্ট মিস করলো। তারা একটা গল্প ফাঁদলো। স্যারের কাছে গিয়ে বললো, ‘স্যার! আমাদের একজনের দাদি মৃত্যুশয্যায় ছিলেন। তাকে দেখতে গিয়েছিলাম। পরে আসার সময় গাড়ির চাকা পাংচার হয়ে যাওয়ায় আর পরীক্ষা দিতে পারি নাই।’ এই বলে তারা আবার পরীক্ষা নিতে অনুরোধ করলো।

স্যার এই শর্তে রাজি হলেন যে, সবাইকে আলাদা রুমে পরীক্ষা দিতে হবে। যাই হোক, নির্ধারিত দিনে চারজনকে চার রুমে বসানো হল এবং প্রশ্ন দেয়া হল। পরীক্ষায় কেবল একটি প্রশ্নই ছিল, ‘গাড়ির কোন চাকাটি পাংচার হয়েছিল?’

****

মতবিরোধ
একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার গাড়িতে করে যাচ্ছিলেন। হঠাৎ গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল এবং আর কিছুতেই চালু হচ্ছিল না।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার : আমার ধারণা, গাড়ির কোনো পার্টস ভেঙে গেছে। আমাদের উচিত সেটা বদলে নেওয়া।
কেমিক্যাল ইঞ্জিনিয়ার : আমার ধারণা, গাড়ির গ্যাস ফুরিয়ে গেছে। আমাদের গ্যাস নেওয়া উচিত।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার : আমার ধারণা, গাড়ির কোনো পার্টস জ্বলে গেছে। আমাদের উচিত সেটা মেরামত করা।
কম্পিউটার ইঞ্জিনিয়ার : আমার মনে হয়, আমাদের সবার উচিত গাড়ি থেকে বের হওয়া, তারপর আবার নতুন করে গাড়িতে উঠে বসা।

****

স্বাক্ষর করেছেন
দলের মাসিক সভায় যোগ দিতে এসে টেবিলের ওপর একটা চিরকুট পেলেন সভাপতি, তাতে লেখা- গাধা!
সভায় বক্তৃতা দেয়ার সময় তিনি কথাটা ঘুরিয়ে বললেন, ‘এমন অনেক উদাহরণ আছে- মানুষ চিঠি লিখে তার নিচে নিজের নাম সই করতে ভুলে গেছে। কিন্তু আজ আমি একটা নতুন জিনিস দেখলাম। এখানে এসে আমি একটা চিঠি পেলাম, তাতে লেখক নিজের নাম স্বাক্ষর করেছেন কিন্তু আসল চিঠিটাই লিখতে ভুলে গেছেন।

****

সাহায্যের জন্য চিৎকার
দুই অনুবাদক একটা নৌকায় করে বিদেশে যাচ্ছেন-
১ম অনুবাদক : সাঁতার জানেন?
২য় অনুবাদক : জানি না, তবে নয়টা ভাষা জানি। ডুবে গেলে ৯ ভাষায় সাহায্যের জন্য চিৎকার করতে পারব!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।