পুলিশ বিশ্বাসই করল না


প্রকাশিত: ০৪:১৮ এএম, ২২ জানুয়ারি ২০১৬

পুলিশ বিশ্বাসই করল না
ম্যাজিস্ট্রেট : গতবারও তোমাকে বলেছিলাম …! আমি চাই না তুমি পুনরায় এখানে আসো…!
চোর : স্যার, ঠিক এই কথাটাই আমিও পুলিশকে বলেছিলাম...! কিন্তু পুলিশ বিশ্বাসই করল না…।

****

কৌতুককাব্য
আছে ক্লাসরুম, আছে চক
আছে শিক্ষকের বকবক…।
আছি আমি নিজে মনে অন্তরে…
আছে বইয়ের ভিতর ভূত,
আছে মহোর আর রাজপূত।
ছেড়ে দিন, আমাকে প্লিজ ছেড়ে দিন…
আছে গভীর দীর্ঘশ্বাস,
আছে শিক্ষার পরিহাস।
আছে ফেল, আছে পাস,
বিরক্তি ১২ মাস।
ওরা বড় হয়ে চড়বে গাড়ি,
আর আমি কাটব ঘাস…!

****

তোমার লুঙ্গি কই
এক বুড়ো বারে গিয়ে মদ গিলতো, আর মাতাল হয়ে তার গায়ের চাদর হারিয়ে আসতো। তাই তার বউ বুড়োকে খুব ঝাড়তো।

একদিন বুড়ো ঠিক করলো আজকে বারে যাওয়ার আগে গায়ের সঙ্গে চাদরটা খুব টাইট করে গিট লাগিয়ে নেবে, তাহলে আর হারাবে না।

রাতের বেলা বেশি করে মদ খেয়ে বুড়ো বাসায় ফিরলো। বুড়িকে টলতে টলতে বলল, ‘দেখেছ, আজকে গায়ের চাদর ঠিকঠাক আছে।’ বুড়ি বলল, ‘চাদর তো ঠিকঠাক আছে। কিন্তু তোমার লুঙ্গি কই?’

****

নিউ ফোল্ডার
প্রথম বন্ধু : তোর পিসিতে তো এতগুলো ‘ফাইনাল’ ফোল্ডার! মোস্ট ফাইনাল, চরম ফাইনাল, একদম ফাইনাল, সত্যি ফাইনাল- কোনটাতে দেখব?
দ্বিতীয় বন্ধু : কোনোটায় না! ‘নিউ ফোল্ডার’ নামের ফোল্ডারটা দেখ, ওখানেই ফাইনাল রিপোর্টটা আছে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।