আজকের জোকস : ১৯ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৪:১৪ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

এক বাচ্চাকে নিয়ে তার বাবা গেছে দাঁতের ডাক্তারের কাছে। বাচ্চাটার দাঁতে খুব ব্যথা ছিল। ডাক্তার ভাবলো ছোট বাচ্চা ভয় পেতে পারে। তাই সে বাচ্চাটাকে ভয় না পাওয়ার জন্য তার নাক এদিক-ওদিক নাড়িয়ে-
ডাক্তার : বাবু তোমার এই দাঁতটা ব্যাথা?
বাচ্চা : আব্বা, লন যাইগা। ইনি তো দেখি দাঁতও চিনে না!

****

আমেরিকার এক রিপাবলিকান সংসদ সদস্য বলছে-
আমি যখন ট্যাক্সিতে উঠি ড্রাইভারকে অনেক টাকা বখশিস দেই আর তার সঙ্গে খুব ভালো ব্যবহার করি। তারপর খুব সুন্দর ভাবে বলি আপনি দয়াকরে রিপাবলিক প্রার্থীকে ভোট দিয়েন!

ডেমোক্রাট প্রার্থী বলছে-
আমি ট্যাক্সি তে উঠলে কোন বখশিস দেই না। গালাগালি করি, আর সব শেষে আমিও বলি রিপাবলিক প্রার্থীকে ভোট দিয়েন!

****

পল্টু ফোন করলেন কম্পিউটারের দোকানে-
পল্টু : আমার কম্পিউটারের কোনো কিছুই কাজ করছে না। আমি, আমার ছেলে, আমার স্ত্রী- কেউই কাজ করতে পারছি না।
অপর প্রান্ত : আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম কোনটা, জানেন?
পল্টু : হ্যাঁ, অবশ্যই! ফেসবুক!

****

নব্য ধনী এক যুবক বউকে নিয়ে হানিমুনে গেলেন কক্সবাজারে। সমুদ্রে নেমে তারা ঝাপাঝাপি করছিলো। হঠাৎ ঢেউ এসে স্ত্রীকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল।

এমন সময় এক যুবক এসে উদ্ধার করে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে লাগল। উত্তেজিত স্বামী বলল-
স্বামী : এখন কী করছেন?
যুবক : কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিচ্ছি।
স্বামী : কৃত্রিম কেন? আসলটাই দিন। যত টাকা লাগে আমি দেব।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।