আজকের কৌতুক: অতীত ভুলে যাওয়াই ভালো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৫ এপ্রিল ২০২২

অতীত ভুলে যাওয়াই ভালো
এক লোক রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছে। ভিক্ষক এসে বারবার তার কাছে ভিক্ষা চাচ্ছে। একসময় লোকটি পকেট থেকে পাঁচ টাকা বের করে দিলেন সেই ভিক্ষককে। একটু পর সেই ভিক্ষুক আবার এলো।
পথচারী: আবার পাঁচ টাকা ভিক্ষা চাইছ! একটু আগেই না দিলাম।
ভিক্ষুক: স্যার, অতীতের কথা ভুইলা যান। অতীত নিয়া পইড়া আছেন বইলাই আজ আমাদের এই অবস্থা।

****

রাতের খাবারের মেন্যু
স্বামী-স্ত্রীর ঝগড়ার পর স্বামী বাসা থেকে চলে গেছেন। তাদের মধ্যে মুঠোফোনে কথা হচ্ছে—
স্বামী: আজ রাতের খাবার কী?
স্ত্রী: বিষ আছে বিষ!
স্বামী: ঠিক আছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমার ফিরতে আরও দেরি হবে।

****

কথার প্যাঁচ
ছোট্ট আরিয়ান গেছে বন্ধু সোহানের বাড়ি—
সোহানের মা: কী চাই?
আরিয়ান: আন্টি, সোহান কি বাইরে এসে আমাদের সঙ্গে ফুটবল খেলতে পারে?
সোহানের মা: না! বাইরে ভীষণ গরম!
আরিয়ান: ঠিক আছে, আন্টি। সোহান না হয় না এলো। সোহানের ফুটবলটা কি বাইরে এসে আমাদের সঙ্গে খেলতে পারে?

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।