আজকের কৌতুক: বেতন বাড়ানোর আবেদন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৮ এপ্রিল ২০২২

বেতন বাড়ানোর আবেদন
ম্যাডাম: তোমার বেতন বাড়ানো হয়েছে ছয় মাসও হয়নি, এখনি আবার বেতন বাড়ানোর আবদার কেন?
বুয়া: এই সময়ের মধ্যে আমি তিনটি সার্টিফিকেট পেয়েছি।
ম্যাডাম: কি কি সার্টিফিকেট?
বুয়া:আমি আপনার চেয়ে ভাল কাপড় আয়রন করতে পারি।

ম্যাডাম: কে দিয়েছে এই সার্টিফিকেট?
বুয়া: স্যার মানে…আপনার স্বামী।
ম্যাডাম: হুম, আর কি সার্টিফিকেট পেয়েছো ?
বুয়া: আমি আপনার চেয়ে ভাল রান্না করতে পারি।

ম্যাডাম: কে বলেছে তুমি আমার চেয়ে ভাল রান্না কর ?
বুয়া: আপনার স্বামী বলেছেন।
ম্যাডাম: আচ্ছা ঠিক আছে, হতে পারে তুমি আমার চেয়ে ভাল রান্না কর। আমি কি চাকরানী নাকি যে ভালো রান্না জানতে হবে? বলো আরেকটি কী সার্টিফিকেট পেয়েছ?
বুয়া: আমি আপনার চেয়ে ভালো বিনোদন সঙ্গী হিসেবে সময় পার করতে পারি।

ম্যাডাম তো এবার রেগে আগুন হয়ে বলছে কে বলেছে তোমাকে এই কথা। আমার স্বামী?
বুয়া: না, না, আপনার স্বামী বলেনি, বলেছে আপনার গাড়ির ড্রাইভার।
ম্যাডাম: ওওওও তাহলে ঠিক আছে, বেতন বাড়ালাম।

****

শরীরের কোনোখানে ছুলেই ব্যথা করছে
ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলছেন মন্টুর মা—
মন্টুর মা: ডাক্তার সাব, শরীরের কোনোখানে ছুলেই ব্যথা করছে!
ডাক্তার: তার মানে আপনি মারাত্মক অ্যাকসিডেন্ট করেছেন? রাস্তা পার হওয়ার সময়।
মন্টুর মা: না ডাক্তার সাব!

ডাক্তার: তবে কি আপনি অসুস্থ মানে জ্বর হয়েছে? ডেঙ্গু!
মন্টুর মা: দরজায় চাপা খেয়ে ডান হাতের একটা আঙুল ভেঙে গেছে। সেই আঙুল যেখানেই ছোঁয়াই ব্যথায় পাগল হওয়ার দশা হয়।
ডাক্তার: আমার এখন মাথা ব্যথা করছে। এই কে আছিস! আমাদের ওষুধের বাক্সটা নিয়া আয় জলদি।

****

পুরুষ কীসের প্রতীক
বস: নারী যদি শক্তির প্রতীক হয় তবে পুরুষ কীসের প্রতীক?
নান্টুর বাপ: সহ্যশক্তি, স্যার!

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।