আজকের জোকস: পারিবারিক ডাক্তার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ এএম, ১৪ এপ্রিল ২০২২

পারিবারিক ডাক্তার

এক চিত্রশিল্পীর প্রদর্শনী চলছে। তিনি গ্যালারিতে এলেন সন্ধ্যার পর। গ্যালারির মালিককে জিজ্ঞেস করলেন—
শিল্পী: কেউ কি ছবি কিনতে চেয়েছে?
মালিক: হ্যাঁ হ্যাঁ। একজন এসে বললো, আপনার মৃত্যুর পর এই ছবিগুলোর দাম আকাশছোঁয়া হবে কি না। আমি বললাম, অবশ্যই হবে। তখন তিনি একসঙ্গে ১৫টি ছবি কিনে নিলেন।
শিল্পী: দারুণ তো! কে এই ভদ্রলোক?
মালিক: আপনার পারিবারিক ডাক্তার।

****

দেয়াল থাকার উপকারিতা
বাসে শফিকের পাশেই বসেছে এক মেয়ে। আহ্লাদে গদগদ হয়ে বললো—
শফিক: আপনি দেখতে খুব সুন্দর।
মেয়ে: ধন্যবাদ।
শফিক: ইশ্। আপনার আর আমার মাঝে যদি একটা কিছু থাকত।
মেয়ে: হু, আমিও তাই ভাবছি।
শফিক: কী থাকার কথা ভাবছেন, বলুন তো?
মেয়ে: একটা দেয়াল।

****

আলাদা প্রতীক কেন
এক লোক অন্য একজনকে জিজ্ঞাসা করছে—
১ম ব্যক্তি: বলুন তো, ভোটপ্রার্থীরা সব সময় আলাদা আলাদা প্রতীক নেন কেন?
২য় ব্যক্তি: কারণ তারা কখনো একমত হতে পারেন না!

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।