আজকের কৌতুক: অপারেশন থিয়েটার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ এএম, ০৬ এপ্রিল ২০২২

অপারেশন থিয়েটার
এক মক্কেল দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে উকিলের কক্ষে ঢুকে তার সঙ্গে কথা বলছেন—
মক্কেল: উকিল সাহেব, আমি একটু আগে সিনেমা দেখতে গিয়েছিলাম। কিন্তু সেখানে তো সিনেমা দেখানোর বদলে জ্যান্ত মানুষ কাটা দেখাচ্ছে।
উকিল: তা আপনি সিনেমা দেখার জন্য কোন সিনেমা হলে গিয়েছিলেন, শুনি?
মক্কেল: কেন? সব থিয়েটারেই তো সিনেমা চলে। আমি যে থিয়েটারে গিয়েছিলাম, তার সামনে লেখা ছিল অপারেশন থিয়েটার।

****

নিজের নাম ১০০ বার লেখা যখন শাস্তি
দুই ছাত্র মারামারি করার পর শিক্ষক তাদের শাস্তি হিসেবে নিজের নাম ১০০ বার করে লিখতে বললেন—
১ম ছাত্র: স্যার, আপনি বল্টুর পক্ষে রায় দিয়েছেন।
শিক্ষক: কেন! আমি তো দু’জনকেই সমানভাবে ১০০ বার নাম লিখতে দিয়েছি!

****

দুই গালে দুটো চড়
গণক: আপনি কম হলেও আশি বছর বাঁচবেন।
ব্যক্তি: যদি না বাঁচি?
গণক: তাহলে এসে আমার দুই গালে দুটো চড় মারবেন।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।