আজকের জোকস : ১৫ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৫:০৭ এএম, ১৫ জানুয়ারি ২০১৬

বাবা : স্কুলে তোমার কেমন চলছে, খোকা? লেখাপড়া কেমন হচ্ছে?
ছেলে : আচ্ছা বাবা, মাঝেমধ্যেই তুমি এ কথা জিজ্ঞেস করো কেন?
আমি কি কখনো জিজ্ঞেস করি, তোমার অফিস কেমন হচ্ছে? প্রমোশন পেতে কত
দিন লাগবে?

*****
বাংলা ক্লাসে শিক্ষক এক ছাত্রকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন,
বলতো ‘ভাতের অভাব’ এটার এককথায় প্রকাশ কি হবে ?
ছাত্রটি জবাব দিতে না পারায় শিক্ষক তাকে অনেক বেত্রাঘাত করলেন
এবং বললেন ‘ভাতের অভাব - হাভাত’।
অতঃপর বিজ্ঞান ক্লাসে বিজ্ঞানের শিক্ষক
ঐ ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন পানির অভাবে কি হয় ?
তখন ঐ ছাত্রটি ঝটপট করে জবাব দিল, স্যার হাঁপানি হয়।

*****
ছেলের পরীক্ষার ফল বের হয়েছে। ছেলের বাবা ফলাফল জানতে চায়।
বাবা : রেজাল্ট কি?
ছেলে : চারটা পিলার লাগিয়েছি, বাবা।
বাবা : মানে?
ছেলে : FAILER IS THE PILLAR OF SUCCESS. আমি চার বিষয়ে ফেল করেছি।
বাবা : ভালো। এবার পিলার দিয়ে দালান বানাও। আমি সিমেন্টের ব্যবস্থা করছি।

*****
স্বামী-স্ত্রীর ঝগড়া
স্ত্রী : যদি সেইদিন মায়ের কথা শুনতাম, আর তোমাকে বিয়ে না করতাম। তাহলে আজ এই কষ্ট সহ্য করতে হইতো না।
স্বামী : তার মানে তোমার মা আমাকে বিয়ে করতে নিষেধ করছিলো?
স্ত্রী :  তা না হইলে আর কি।
স্বামী:  হায় খোদা, ওই মহিলাকে আমি এতোদিন কত খারাপ ভাবছি, যে কিনা আমাকে বাঁচাইতে চাইছে!

*****

শিক্ষকঃ কি ব্যাপার বল্টু, কাল স্কুলে আসিসনি কেন?
বল্টু : স্যার, বৃষ্টির জন্য গতকাল আসতে পারিনি।
শিক্ষক : গতকাল বৃষ্টি ছিল? মিথ্যা বলার আর জায়গা পাস না ! দাঁড়া, তোর বাবাকে খবর দিচ্ছি।
বল্টুু : আসুক বাবা, এসে আপনাকে বলুক, গতকাল আমার খালাতো বোন বৃষ্টি এসেছিল কি-না।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।