আজকের জোকস: মাইক্রোফোন যখন স্ত্রীর মতো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১২ এএম, ২৯ মার্চ ২০২২

মাইক্রোফোন যখন স্ত্রীর মতো
তুমুল করতালি দিয়ে এক কথাসাহিত্যিককে স্বাগত জানালেন মঞ্চের সামনে উপবিষ্ট দর্শক। কথাসাহিত্যিক তার বক্তব্য দিতে মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, কিন্তু মাইক্রোফোন কিছুতেই কাজ করছিল না। যান্ত্রিক গোলযোগ।

যতবারই তিনি কথা বলতে যান, মাইক্রোফোনের তীক্ষ শব্দে দর্শকের কান ঝালাপালা হয়! কী মুসিবত!
অনেক কসরতের পর মাইক্রোফোনের ত্রুটি দূর হলো। সাহিত্যিক প্রথমেই বললেন—
সাহিত্যিক: এই মাইক্রোফোন আমার স্ত্রীর মতো। কিছুতেই আমাকে কথা বলতে দিতে চায় না!

****

স্কুল কী
ছেলেকে বাবা বললেন—
বাবা: বল তো, স্কুল কী?
ছেলে: স্কুল হলো এমন একটি প্রতিষ্ঠান, যেখানে ক্লাসে শিক্ষক পড়ান, ২+২=৪। বাড়ির কাজ দেন ২+৪+২=?। পরীক্ষায় আসে, রাজীবের হাতে ৪টি আপেল আছে, তার বাড়ির পাশের ট্রেনটা ঘণ্টায় ৭ কি.মি. বেগে ছুটে গেলে সূর্যের ভর কত?

****

বুদ্ধি তো থাকতে হবে কিছুটা
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
১ম বন্ধু : জানিস, আমি সাঁতার কেটে পুরো নদী পার হতে পারি।
২য় বন্ধু : আমি তো সাঁতার না কেটেই পার হতে পারি।
১ম বন্ধু : কীভাবে?
২য় বন্ধু : কেন, নৌকাতে চড়ে!

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।