নাসির উদ্দিন হোজ্জার মজার ঘটনা: অতিথিপরায়ণ ব্যক্তি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৫ মার্চ ২০২২
ছবি: সংগৃহীত

একদিন এক চায়ের স্টলে হোজ্জা সবাইকে বললেন, আমি একজন অতিথিপরায়ণ ব্যক্তি।
সবচেয়ে চতুর একজন বললো, বেশ, তাহলে আজ দুপুরে আমাদের সবাইকে খাওয়ান।
হোজ্জা তাদের নিয়ে নিজ বাসার দিকে রওনা দিলেন।

বাড়ির কাছে এসে হোজ্জা বললেন, আমি আগে আগে বাসায় গিয়ে স্ত্রীকে বলি আর তোমরা আসতে থাকো। খবরটা শোনার পর স্ত্রী রেগে আগুন, ঘরে কোনো খাবার নেই, ওদের ফিরে যেতে বলো।

হোজ্জা বললেন, তা পারব না, আমি যে অতিথিপরায়ণ, তার একটা সুনাম আছে।
হোজ্জার স্ত্রী বললেন, বেশ, তাহলে তুমি ওপরের তলায় গিয়ে বসো। আমি ওদের বলছি তুমি বেরিয়ে গেছ, বাড়িতে নেই।

এক ঘণ্টা পর অতিথিরা এসে দরজায় ধাক্কা দিলো আর বলতে লাগলো, আমাদের ভেতরে ঢুকতে দাও হোজ্জা।
হোজ্জার স্ত্রী দরজা খুলে বেরিয়ে এলেন। হোজ্জা তো বাড়ি নেই।’

সেকি আমরা তো তাকে বাড়িতে ঢুকতে দেখেছি আর দরজার দিকে লক্ষ রেখেছি তার ঢোকার পর থেকে। বের তো হয়নি।

স্ত্রী চুপ করে গেলেন। ওপরতলার জানালা দিয়ে হোজ্জা পুরোটাই দেখছিলেন। নিজেকে ধরে রাখতে না পেরে জানালা দিয়ে ঝুঁকে বললেন, আমি কি পেছনের দরজা দিয়ে বাইরে যেতে পারি না?

লেখা: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।