আজকের জোকস : ১৩ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৪:২৯ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

হাইওয়েতে জলিল সাহেবের গাড়ি আটক করল পুলিশ। কর্তব্যরত সার্জেন্ট ধমক দিয়ে-
সার্জেন্ট : ব্যাপার কী? আপনি এত আস্তে গাড়ি চালাচ্ছেন কেন?
জলিল : রাস্তার শুরুতে দেখলাম, ওপরে বড় করে লেখা ২০। ভাবলাম, এই রাস্তার সর্বোচ্চ গতিসীমা নিশ্চয় ২০। তাই...
সার্জেন্ট : ওরে বোকা, এটা ২০ নম্বর রাস্তা। কিন্তু কথা হচ্ছে, আপনার গাড়ির পেছনের সিটে বসা দু’জন এমন ভয়ার্ত চোখে চেয়ে আছে কেন? চুল খাড়া হয়ে আছে, দাঁতকপাটি লাগার দশা। ঘটনা কী?
জলিল : না মানে, একটু আগে ২১২ নম্বর রাস্তা দিয়ে এলাম তো!

****

জনি গাড়ি নিয়ে মহাসড়ক ধরে ছুটে যাচ্ছিল। তার গাড়ির গতিসীমা তখন ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি অতিক্রম করছে। এমন সময় সে লক্ষ্য করল, পেছন থেকে পুলিশের গাড়ি তাকে ধাওয়া করছে।

জনি বুঝল, সে সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করে ফেলেছে। এখন উপায়? গাড়ি থামালেই একগাদা টাকা জরিমানা গুনতে হবে।

মনে মনে সে একটা বুদ্ধি আঁটল। গাড়ির গতি না কমিয়ে সে আরও বাড়িয়ে দিল। পুলিশের গাড়িটাও তখন ঝড়ের বেগে ধেয়ে আসছে। হঠাৎ একটা পেট্রলপাম্পের পাশে দাঁড়িয়ে গেল জনি। গাড়ি থেকে নেমে এক ছুটে ঢুকে গেল পেট্রলপাম্পের বাথরুমে।

পাঁচ মিনিট পর জনি যখন বের হলো, পুলিশ তাকে ঘিরে ফেলেছে। জনি পেটে হাত বোলাতে বোলাতে বলল, ‘বুঝতেই পারছেন, বেগটা একটু বেশিই ছিল!’

****

এক ভদ্রলোক এসে পুলিশকে-
ভদ্রলোক : আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি?
পুলিশ : না।
ভদ্রলোক : তাহলে এই গাড়িগুলো এখানে কেন?
পুলিশ : যারা রেখেছে, তারা কেউ আমাকে জিজ্ঞেস করেনি।

****

আমেরিকার কোন এক রাস্তায় দু’জন বাঙালি মাতাল মদ খাচ্ছে আর আলাপ করছে-
১ম মাতাল : আমি এই দেশটা কিনে নেব।
২য় মাতাল : কিনবি মানে। আমি বেঁচলে তো কিনবি।

## Joke of the Day: Jan 13, 2016

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।