আজকের জোকস : ১২ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১২ জানুয়ারি ২০১৬

পিসির সামনে বসে প্রোগ্রাম রচনা করছে প্রোগ্রামার। তার দৃষ্টি আকর্ষণের নানাবিধ চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তার স্ত্রী নতুন কেশবিন্যাস করল, নতুন পোশাক পরল, মেকআপ করল মন দিয়ে, তারপর তার কাছে গিয়ে বলল, ‘আমার দিকে তাকিয়ে দেখো তো। কোনো পরিবর্তন লক্ষ্য করছো?’
স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রোগ্রামার বলল, ‘নতুন স্ক্রিন?’

****

এক হাঁড়কিপটে লোকের ঘরে মেহমান এল-
কিপটে : কি খাবেন? ঠান্ডা না গরম?
মেহমান : ঠান্ডা।
কিপটে : পেপসি নাকি রুহ আফজা?
মেহমান : পেপসি।
কিপটে : গ্লাসে খাবেন নাকি বোতলে?
মেহমান : গ্লাসে।
কিপটে : নরমাল গ্লাসে না ডিজাইনওয়ালা গ্লাসে?
মেহমান : ডিজাইনওয়ালা গ্লাসে।
কিপটে : কি ডিজাইন, ফুলের নাকি ফলের?
মেহমান : ফুলের ডিজাইন।
কিপটে : কি ফুল, গোলাপ না বেলি?
মেহমান : গোলাপ ফুলওয়ালা।
কিপটে : বড় বড় গোলাপ ফুলওয়ালা নাকি ছোট ছোট গোলাপওয়ালা?
মেহমান : ছোট ছোট।
কিপটে : সরি আপনাকে তাহলে আমি আর পেপসি খাওয়াতে পারলাম না। কারণ আমার ঘরে ছোট ছোট গোলাপের ডিজাইনওয়ালা কোন গ্লাস নেই! বাড়িতে আসার জন্য ধন্যবাদ!

****

নতুন বছরের প্রথম দিন মালিক বলছেন চাকরকে, ‘গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে ১০ হাজার টাকার চেক। এ বছর এমন ভালো কাজ দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!’

****

বাবা ছেলেকে নতুন জুতা কিনে দিয়ে বলল সিঁড়ি দিয়ে ওঠার সময় দুইটা করে উঠবি। এতে জুতার উপর চাপ কমবে। জুতা বেশিদিন টিকবে।
কিন্তু ছেলে বাবার চেয়ে আরো এক ডিগ্রি উপরে। সে বাবাকে খুশি করার জন্য তিনটা সিঁড়ি করে উঠছে। উপরে ওঠার পর বাবা মারলো ছেলের গালে এক চড়। ছেলের চিৎকারে পাশের বাসার মহিলা এসে-
মহিলা : এতটুকু বাচ্চাকে কেউ এভাবে মারে? কেন মেরেছেন?
বাবা : ওকে বলেছি দুইটা সিড়ি করে উঠবি তাহলে জুতা বেশিদিন টিকবে আর ও উঠলো তিনটা করে।
মহিলা : ও তো ঠিকই করেছে। আপনার তো খুশি হওয়ার কথা।
বাবা : খুশি হব কীভাবে বলেন? ও ২০০ টাকার জুতার তলা বাচাতে গিয়ে ৮০০ টাকার প্যান্টের তলা ছিড়ে ফেলেছে।

# Joke of the Day: Jan 12, 2016

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।