আজকের কৌতুক: নোট খাতার আত্মকাহিনি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২

নোট খাতা

প্রবীণ শিক্ষক তার বহু পুরোনো খাতাটি থেকে নোট ডিকটেশন দিচ্ছেন। সবাই মনোযোগের সঙ্গে লিখে নিচ্ছে। শুধু একটি ছেলে কোণের দিকে নির্বিকারভাবে বসে আছে।
শিক্ষক: কী ব্যাপার, তুমি নোট নিচ্ছ না যে?
ছাত্র: দরকার নেই, স্যার।
শিক্ষক: দরকার নেই! কেন?
ছাত্র: আব্বার নোট খাতা আমি খুঁজে পেয়েছি, স্যার। তিনিও আপনার ছাত্র ছিলেন।

****

দূরে থাকার চেষ্টা
আদালতে উকিল বলছেন আসামিকে
উকিল: এবারের মতো তোমাকে বেকসুর খালাস পাইয়ে দিলাম।
আসামি: ধন্যবাদ স্যার।
উকিল: কিন্তু এখন থেকে পাজি লোকজনের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে।
আসামি: অবশ্যই স্যার। আমি অবশ্যই আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব।

****

প্রেমপত্র
মালাকে চিঠি লিখেছে জনি।
প্রিয় মালা, আমাকে যদি তুমি ভালোবেসে থাক, তাহলে চিঠিটা পড়। আর যদি ভালো না বাসো, তাহলে আমাকে চিঠি লিখে জানাও যে তুমি চিঠিটা পড়নি!’

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।