আজকের জোকস : ০৫ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৪:১০ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

ইন্টারভিউ বোর্ডে প্রার্থীকে প্রশ্ন করলেন প্রশ্নকর্তা-
প্রশ্নকর্তা : কল্পনা করো তো, তুমি একটা ২০ তলা বাড়ির ১৫ তলায় আছ। এমন সময় ভূমিকম্প শুরু হল। সবাই ছোটাছুটি শুরু করল। তুমি কী করবে?
প্রার্থী : আমি কল্পনা করা বন্ধ করব!

****

চাকরির ইন্টারভিউ দিতে গেছে এক তরুণ। শুরু হলো প্রশ্নোত্তর পর্ব-
প্রশ্নকর্তা : কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন, কিন্তু ফাটবে না- কীভাবে করবেন এটা?
প্রার্থী : কংক্রিটের মেঝে আসলে খুব শক্ত, ফাটার কোনো আশঙ্কাই নেই!
প্রশ্নকর্তা : একটা দেয়াল বানাতে আটজন মানুষের যদি ১০ ঘণ্টা লাগে, চারজন মানুষের কত সময় লাগবে?
প্রার্থী : কোনো সময়ই লাগবে না, কারণ দেয়ালটা ততক্ষণে তৈরি হয়ে যাবে!
প্রশ্নকর্তা : আপনার এক হাতে যদি তিনটি আপেল ও চারটি কমলা থাকে, আর আরেকটি হাতে থাকে চারটি আপেল ও তিনটি কমলা; তাহলে কী পেলেন আপনি?
প্রার্থী : বিশাল বড় হাত।
প্রশ্নকর্তা : এক হাতে একটা হাতিকে কীভাবে ওপরে তুলবেন?
প্রার্থী : এক হাতে আটবে এমন হাতিকে জীবনেও খুঁজে পাবেন না!
প্রশ্নকর্তা : একজন মানুষ কী করে আটদিন না ঘুমিয়ে থাকতে পারে?
প্রার্থী : কোনো সমস্যা নেই, সে রাতে ঘুমাবে!
প্রশ্নকর্তা : নীল সাগরে যদি একটা লাল পাথর ছুড়ে মারেন, কী হবে?
প্রার্থী : যা হওয়ার তা-ই, পাথরটি ভিজে যাবে অথবা ডুবে যাবে টুপ করে।
প্রশ্নকর্তা : কোন জিনিসটি দেখতে একটি অর্ধেক আপেলের মতো?
প্রার্থী : আপেলের বাকি অর্ধেকটি।
প্রশ্নকর্তা : ব্রেকফাস্টে কোন জিনিসটা কখনোই খেতে পারেন না আপনি?
প্রার্থী : ডিনার।

****

চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে-
প্রশ্নকর্তা : একটা প্লেনে ৫০টা ইট আছে, একটা ইট ফেলে দিলে থাকে কয়টা?
প্রার্থী : এটা তো সোজা। ৪৯টা।
প্রশ্নকর্তা : আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কী কী?
প্রার্থী : ফ্রিজটা খুলুন, হাতিটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তা : একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ কী কী?
প্রার্থী : ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তা : বনে সিংহের আজকে জন্মদিন। সবাই এসেছে শুধু একজন ছাড়া। কে আসেনি এবং কেন?
প্রার্থী : হরিণ আসেনি। কারণ সে ফ্রিজে।
প্রশ্নকর্তা : এক বৃদ্ধা কুমিরভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কীভাবে?
প্রার্থী : কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে।
প্রশ্নকর্তা : শেষ প্রশ্ন, তারপরও বৃদ্ধা মারা গেলেন, কেন?
প্রার্থী : আমার মনে হয়, তিনি খালের পানিতে ডুবে গিয়েছিলেন?
প্রশ্নকর্তা : না, প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল, সেটা তার মাথায় পড়েছিল।

****

একজন চাকরিপ্রার্থী ইন্টারভিউ দিচ্ছে-
প্রশ্নকর্তা : ভারতের তিনজন মহান ব্যক্তির নাম বলুন।
প্রার্থী : রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা এবং আপনি, মানে আপনার নামটা যেন কী?

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।