আজকের কৌতুক: কন্ডাক্টর আর ড্রাইভারের মধ্যে পার্থক্য

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ এএম, ২৭ ডিসেম্বর ২০২১

কন্ডাক্টর আর ড্রাইভারের মধ্যে পার্থক্য
বস: বলুন তো পিন্টু সাহেব, বাসের কন্ডাক্টর আর ড্রাইভারের মধ্যে পার্থক্য কী?
পিন্টু: স্যার, যদি আপনি কন্ডাক্টর হন, তবে টিকিট কাটবেন না কারওই, ডাইরেক্ট পকেটে ভরবেন ভাড়া!
বস: গাধা কোথাকার! আমাকে দিয়ে উদাহরণ! আর ড্রাইভার হলে?
পিন্টু: স্যার, এই ক্ষেত্রে সবার টিকিটই কাটবেন আপনি। তবে ডাইরেক্ট উপরে যাওয়ার।

****
বানান ভুল করে লাভবান
প্রথম বন্ধু: একটি মাত্র বানান ভুলের কারণে সারাদিন এক হাজারের জায়গায় এক লাখ বই বিক্রি! ভাবা যায়!
দ্বিতীয় বন্ধু: বইটির নাম ছিল কি?
প্রথম বন্ধু: 'How to change your Life?' কিন্তু, ভুল বসত লেখা হয়েছিল ... 'How to change your Wife'!

****

স্ত্রীর প্রশংসা করবেন যেভাবে
স্ত্রী: বলতো আমাকে কেমন দেখাচ্ছে?
স্বামী: অনেক সুন্দর লাগছে!
স্ত্রী: এভাবে না, ঠিক কতটুকু সুন্দর লাগছে বল...
স্বামী: বিউটিফুল, একদম যেন পরী! এত বেশি ভালো দেখাচ্ছে যে মন চাইতেছে আরেকটা নিয়া আসি!

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।