আজকের কৌতুক: বিপদ যত ছোট হয় ততই ভালো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২০ এএম, ২০ ডিসেম্বর ২০২১

বিপদ যত ছোট হয় ততই ভালো
বান্ধবীর স্বামীর উচ্চতা মাত্র ৪ ফুট দেখে বিস্মিত কমলা—
কমলা: কীরে! এতো দেখেশুনে শেষমেশ এই খাটো লোককে বিয়ে করলি?!
বান্ধবী: আরে! বিপদ যত ছোট হবে ততই তো ভালো

****

হোটেলে গেছে গড়াগড়ি খাচ্ছে বল্টু
প্রেমিকাকে নিয়ে ডেটিং করতে এক রেস্তোরাঁয় ঢুকল বল্টু—
ওয়েটার: স্যার, মেনুকার্ড দেখে অর্ডার দিন কী কী খাবেন?

খাবারের দাম দেখে বল্টুর কলিজা শুকিয়ে গেল—
বল্টু: আপাতত, চেয়ার-টেবিল সরান। একটু গড়াগড়ি খাই।

****

এক ভিক্ষুক পিচ্চি এক মেয়েকে বলছে—
ভিক্ষুক: আল্লাহর ওয়াস্তে কিছু দে বেটা।
পিচ্চি: আমি বেটা না, বেটি।
ভিক্ষুক: আল্লাহর ওয়াস্তে কিছু দে বেটি।
পিচ্চি: আমার নাম স্বর্ণা।
ভিক্ষুক: আল্লাহর ওয়াস্তে কিছু দে স্বর্ণা।
পিচ্চি: আমার পুরা নাম নাদিয়া শারমিন স্বর্ণা।
ভিক্ষুক: আল্লাহর ওয়াস্তে কিছু দে নাদিয়া শারমিন স্বর্ণা।
পিচ্চি: হ্যাঁ, এখন ঠিক আছে! এবার মাফ করেন।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।