আজকের কৌতুক: স্মরণশক্তি বাড়ানোর উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৮ ডিসেম্বর ২০২১

স্মরণশক্তি বাড়ানোর উপায়
মন্টুর বাপ খুব পেরেশান হয়ে কিছু খুঁজছিল নিজের ঘরে। অনেকক্ষণ বিষয়টি খেয়াল করার পর বস তাকে ডাকলেন—
বস: কী খুঁজছো অমন করে?
মন্টুর বাপ: পানিফলের হালুয়া এনেছিলাম স্যার, স্মরণশক্তি বাড়ানোয় খুব কাজে দেয়।
বস: তো?
মন্টুর বাপ: কিন্তু এখন তো মনেই করতে পারছি না কোথায় রেখেছিলাম!

****

বাবার গোপন রহস্য

শিক্ষক: বলো তো ছটকু, তোমার বাবা শতকরা ১০ টাকা হার সুদে ৫০০ টাকা ব্যাংক থেকে লোন নিলেন, এক বছর পর তিনি ব্যাংককে কত টাকা দেবেন?
ছটকু: কোনো টাকাই দেবেন না, স্যার।
শিক্ষক: গাধা! এখনো এই অঙ্কই জানো না?
ছটকু: আমি অঙ্ক জানি স্যার, কিন্তু আপনি আমার বাবাকে জানেন না!

****

প্রমাণ হলো যে তার ব্রেইন আছে
ডাক্তার: দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আপনার ব্রেইন ক্যান্সার হয়েছে।
মদনা: হ্যাঁ।
ডাক্তার: আমি যা বলেছি আপনি বুঝেছেন তো। আপনার ব্রেইন ক্যান্সার হয়েছে।
মদনা: সে জন্যেইতো খুশিতে লাফাচ্ছি। এতদিনে প্রমাণ হলো যে আমার ব্রেইন আছে।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।