আজকের জোকস : ২৯ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:১১ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫

মফিজ কথায় কথায় রেগে যায়। হাসপাতালে তার চিকিৎসা চলছে। একদিন মফিজের সঙ্গে দেখা করতে গেল তার বন্ধু জনি।
জনি : কেমন আছ, মফিজ?
মফিজ : ভালো। এখন এখান থেকে দূর হ হতভাগা!

মফিজের অবস্থার কোনো উন্নতি হয়নি ভেবে মন খারাপ করে বাড়ি ফিরল জনি। এক মাস পর আবার গেল তাকে দেখতে।
জনি : এখন তোমার শরীরটা কেমন মফিজ?
মফিজ : ভালো। এখন এখান থেকে দূর হ হতভাগা।

আবার মন খারাপ করে ফিরল জনি। এক মাস পর আবার গেল তাকে দেখতে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করল-
জনি : এখন কেমন বোধ করছ মফিজ?
মফিজ : ভালো।

উচ্ছ্বসিত হয়ে জনি গেল ডাক্তারের কাছে-
জনি : বাহ, আপনারা তো ওকে সুস্থ করে ফেলেছেন! কীভাবে করলেন?
ডাক্তার : এখন এখান থেকে দূর হ হতভাগা!

****

পাগলাগারদের এক ডাক্তার তিন পাগলের পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষায় পাস করলে তিনজনকে পাগলাগারদ থেকে মুক্তি দেওয়া হবে, কিন্তু ফেল করলেই পাঁচ বছরের জন্য তাদের আটকে দেওয়া হবে।

ডাক্তার তিন পাগলকে একটা ফাঁকা জলবিহীন সুইমিং পুলের সামনে নিয়ে গিয়ে ঝাঁপাতে বললেন। প্রথম পাগলটি তৎক্ষণাৎ তাতে ঝাঁপ দিয়ে পা ভেঙে ফেলল। দ্বিতীয় পাগলটিও ডাক্তারের নির্দেশমতো পুলে ঝাঁপ দিল এবং হাত ভেঙে ফেলল। তৃতীয় পাগলটি কিন্তু কোনোমতেই ঝাঁপ দিতে রাজি হলো না।

ডাক্তার উচ্ছ্বসিত হয়ে বললেন, ‘আরে, তুমি তো কামাল করে দিয়েছ! যাও, তুমি মুক্ত। তবে একটা কথা বলো, তুমি পুলে ঝাঁপ দিলে না কেন?’ নির্দ্বিধায় পাগলটি জবাব দিল, ‘দেখুন ডাক্তার, আমি সাঁতারটা একেবারে জানি না!’

****

এক পরিদর্শক পাগলাগারদ পরিদর্শনে গেলেন-
পরিদর্শক : আপনারা কীভাবে বোঝেন যে একজন রোগী সুস্থ হয়েছে?
ডাক্তার : প্রথমে আমরা রোগীদের বাথরুমে বাথটাবের কাছে নিয়ে যাই। বাথটাবটা পানি দিয়ে পূর্ণ করি। তাদের আমরা একটি চামচ, একটি মগ ও একটি কাপ দিই। তারপর তাদের বাথটাবটি পানিশূন্য করতে বলি। তাদের পানিশূন্য করার নিয়ম দেখেই আমরা বুঝি কে সুস্থ হয়েছে।
পরিদর্শক : যদি তারা মগ দিয়ে পানি ফেলে দেয়। তাহলে নিশ্চয়ই আপনারা তাকে সুস্থ বলেন?
ডাক্তার : না, যদি তারা সম্পূর্ণ সুস্থ হয়, তবে বাথটাবের পানি বের করার স্টপার খুলে ফেলবে, তবেই আমরা ধরে নিই, সেই রোগী এখন সুস্থ হয়েছে। তা, আপনার জন্য কী এখানকার একটা রুম বুক করব?

****

২১২ জন যাত্রী নিয়ে জেট বিমানটি ৩৫ হাজার ফুট উপরে। হঠাৎ বিমানের পাইলট অট্টহাসি দিতে লাগল। মাইক্রোফোনে সে হাসি শোনা গেল। দ্রুত ককপিটে গিয়ে একজন যাত্রী জনতে চাইল, এমনভাবে কেন হাসছেন, ক্যাপ্টেন?
ক্যাপ্টেন : আমি ভাবছি, সবাই কী ভাববে, যখন পাগলাগারদের ডাক্তার, নার্স, পাহাদাররা টের পাবে যে আমি পালিয়ে এসেছি। হা-হা-হা।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।