আজকের কৌতুক: সুখী দম্পতি হওয়ার উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ এএম, ১১ নভেম্বর ২০২১

সুখী দম্পতি হওয়ার উপায়
এক দম্পতির মধ্যে সারাদিন ঝগড়া চলে। অথচ, তাদের পাশের বাসায় দিন-রাত হাসির শব্দ শোনা যায়। একদিন ১ম বাসার স্বামী পাশের বাসার ভদ্রলোকের কাছে জানতে চাইলেন—
১ম ব্যক্তি: আচ্ছা ভাই, আমার স্ত্রী সারাদিন আমার সঙ্গে ঝগড়া করে।
২য় ব্যক্তি: বলেন কি?
১ম ব্যক্তি: হ্যাঁ ভাই। আর আপনার বাসা থেকে সবসময় হাসির আওয়াজ পাই। আপনারা ঝগড়া না করে এতো সুখে কি করে থাকেন, বলুন তো?
২য় ব্যক্তি: কে বলেছে আমরা সুখে আছি? কে বলেছে ঝগড়া করিনা?
১ম ব্যক্তি: তাহলে যে আপনার বাসা থেকে সবসময় হাসির আওয়াজ আসে?
২য় ব্যক্তি: আরে ধুর, আমার বউ এর সঙ্গে সবসময় ঝগড়া লেগেই আছে! আর ঝগড়া হলেই ও হাতের কাছে যা পায়, আমার দিকে ছুঁড়ে মারে।
১ম ব্যক্তি: বলেন কি!
২য় ব্যক্তি: আমার গায়ে লাগলে খুশিতে বউ হাসে, আর না লাগলে খুশিতে আমি হাসি!
১ম ব্যক্তি: ওহ আচ্ছা, এই হলো আপনাদের সুখী দম্পতি হওয়ার কৌশল।

****

ওর কারণেই আজ আমি ভিখারি
ভিখারি: স্যার, ১০টা টাকা দিন। চা খাব।
বিল্টু: তুমি তো একা, ১০ টাকা লাগবে কেন? এক কাপ চায়ের দাম ৫ টাকা।
ভিখারি: আসলে আমি একা না স্যার, সঙ্গে বান্ধবীও রয়েছে।
বিল্টু: ভিক্ষা করে খাও, আবার বান্ধবীও জুটিয়েছো!
ভিখারি: স্যার বান্ধবী আমার আগে থেকেই ছিল। ওর কারণেই তো আজ আমি পথের ভিখারি।

****

শত্রুকে হামলা করতে হয় অপ্রস্তুত অবস্থায়
ডাক্তার: আপনাকে বলেছিলাম, ঠিক রাত ১০টায় ওষুধ খাবেন। কিন্তু আপনি তো দেখছি প্রতিদিন ৩ ঘণ্টা আগেই ওষুধ খেয়েছেন।
রোগী: এ তো ভালোর জন্যই করেছি, স্যার।
ডাক্তার: ভালোর কি দেখলেন এতে আপনি? ভাইরাস কি তাতে মরবে?
রোগী: স্যার, শত্রুকে হামলা করতে হয় অপ্রস্তুত অবস্থায়। এটাও জানেন না!

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।