আজকের জোকস : ২৮ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:০৬ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫

কোনো এক দেশের ক্রীড়ামন্ত্রী আর ক্রিকেট বোর্ডের প্রধানের মধ্যে কথা হচ্ছে-
ক্রীড়ামন্ত্রী : ক্রিকেট ম্যাচ জেতায় আপনাদের অভিনন্দন!
বোর্ডপ্রধান : অভিনন্দন পলকে দিন। সে আমাদের পরাজয় থেকে বাঁচিয়েছে।
ক্রীড়ামন্ত্রী : সে আমাদের ব্যাটসম্যান, নাকি বোলার?
বোর্ডপ্রধান : সে একজন আম্পায়ার!

****

ব্যাটসম্যানের কবজির একটু ওপরে বল লেগে ক্যাচ উঠল। ফিল্ডার বল ধরতেই আম্পায়ার এক আঙুল তুলে ঘোষণা দিলেন ‘আউট!’
ব্যাটসম্যান : সে কী! বল তো আমার হাতে লাগেনি! আউট হলাম কী করে?
আম্পায়ার : আগামীকালের খেলার খবর পাতা দেখে নিও!

****

নেটে অনুশীলনের সময় ব্যাটসম্যানরা কেউই ব্যাটে বল লাগাতে পারছিলেন না। কোচ রেগে গিয়ে ব্যাটসম্যানের হাত থেকে ব্যাট কেড়ে নিয়ে-
কোচ : এবার আমাকে বল করো, আমি দেখাচ্ছি।

পরপর ছয়টি বল খেলে কোচ একটি বলও ব্যাটে লাগাতে পারলেন না। তারপর এদিক-ওদিক তাকিয়ে ঝাঁঝের সঙ্গে বললেন, ‘হ্যাঁ, আমি দেখলাম, তোমরা ঠিক এভাবেই খেলছিলে! এখন যাও, আর ঠিকমতো খেলো!

****

খেলার খুবই গুরুত্বপূর্ণ সময়ে আহত হলেন একজন ব্যাটসম্যান।
ফিজিও : কী সমস্যা বোধ করছ?
ব্যাটসম্যান : আমি সবকিছু তিনটা দেখতে পাচ্ছি!
ফিজিও : সমস্যা নেই। তিনটা বলের মধ্যে তুমি শুধু মাঝখানের বলটা মারবে।

পরের বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরল ব্যাটসম্যান।
ফিজিও : কী ব্যাপার? তুমি মাঝখানের বলটা খেলোনি?
ব্যাটসম্যান : খেলেছি। কিন্তু কোন ব্যাটটা দিয়ে মারব, ঠিক বুঝতে পারছিলাম না!

****

শিক্ষক ক্লাসের সবাইকে একটি ক্রিকেট ম্যাচের উপর রচনা লিখতে বললেন। পল্টু ছাড়া সবাই রচনা লিখতে ব্যস্ত হয়ে পড়ল।

আর পল্টু লিখল- ‘বৃষ্টির কারণে কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়নি!’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।