আজকের কৌতুক: নারীকে কুদৃষ্টি থেকে রক্ষা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

নারীকে কুদৃষ্টি থেকে রক্ষা
সজিব ও তার বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
সজিব: জানিস, কাল রাতে এক নারীকে একজনের কুদৃষ্টি থেকে বাঁচিয়েছি। না হলে কাল নির্ঘাত বড়সড় একটা ঝামেলা হয়ে যেত।
বন্ধু: বলিস কী রে! তুই তো মহান। তা কীভাবে কুদৃষ্টি থেকে মেয়েটিকে রক্ষা করলি?
সজিব: আরে বোকা, এর জন্য মহান হতে হয় না। শুধু আত্মসংবরণ করলেই হয়। বুঝলি।

****

প্রেমিক কাউকে পরোয়া করে না
জিকু ও তার প্রেমিকার মধ্যে কথা হচ্ছে—
প্রেমিকা: আচ্ছা তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাস?
জিকু: হ্যাঁ, বাসি। কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন?
প্রেমিকা: না, তুমি ইদানীং আমাকে মোটেও পরোয়া করো না তো তাই।
জিকু: আরে বোকা, যে ভালোবাসে সে কাউকেই পরোয়া করে না, এটা তুমি জানো না।

****

একটি রেলওয়ে স্টেশন
এক স্টেশনে ট্রেন থেমেছে। পাশের ভদ্রলোক জিতুকে জিজ্ঞেস করলেন—
ভদ্রলোক: ভাই, এটা কোন স্টেশন?
জিতু: মনে হচ্ছে, এটি একটি রেলওয়ে স্টেশন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।