আজকের জোকস: বাবার নাম উজ্জ্বল করার উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২১

বাবার নাম উজ্জ্বল করার উপায়
জিসান একটি ১০০ ওয়াটের বাল্বের মধ্যে তার বাবার নাম লিখে বাল্বটি জ্বালিয়ে দিলেন। এটা দেখে জিসানের বাবা তাকে জিজ্ঞেস করলেন—
বাবা: বাল্বের মধ্যে তুমি আমার নাম লিখে রেখেছ কেন?
জিসান: বাবা, তুমি তো বলেছ, আমি না কি তোমার নাম উজ্জ্বল করতে পারব না। কিন্তু এখন দেখো তো, তোমার নাম কেমন উজ্জ্বল করে রেখেছি!

****

দুই রঙের মোজা
ধলা একবার এক পায়ে সাদা আর এক পায়ে কালো রঙের মোজা পরে স্কুলে গেল। দেখে শিক্ষক রাগে অগ্নিশর্মা হয়ে বললেন—
শিক্ষক: ধলা, তুই দুই রঙের মোজা পরে স্কুলে এসেছিস কেন?
ধলা: স্যার, আমি দু’তিন দিন ধরে বাসায় এই নতুন মোজা জোড়া দেখছি, তাই পরে এলাম।
শিক্ষক: দেখলেই কি দুই রঙের মোজা পরতে হবে?
ধলা: স্যার, আমার কী দোষ! আমার বাবাও তো ঠিক আমার মতোই দুই রঙের মোজা পরে অফিসে যান।

****

গাড়ি ভাড়া না দেওয়ার ফন্দি
হোজ্জা একবার উটের গাড়িতে চড়েছেন। গাড়িচালক তার কাছে ভাড়া চাইল। শুনে তিনি হুড়মুড় করে গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হলেন। চালক বাধা দিয়ে বলল—
চালক: ভাড়া না দিয়ে আপনি যাচ্ছেন কোথায়?
হোজ্জা: আমি হলাম বাদশার খাস বন্ধু। আমার কাছে তুমি ভাড়া চাইছ।
চালক: ঠিক আছে, আপনিই যে হোজ্জা, তার প্রমাণ কী?
হোজ্জা: তুমি কি আমাকে গাড়িতে উঠতে দেখেছ?
চালক: নিশ্চয়ই দেখেছি।
হোজ্জা: তুমি কি আমাকে চেন?
চালক: না, চিনি না।
হোজ্জা: তাহলে কী করে জানলে যে, আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি?

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।