আজকের জোকস: গরম লাগলে কী করবেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১

গরম লাগলে কী করবেন?
একবার প্রচণ্ড গরমের সময় শফিকের সঙ্গে এক ভদ্রলোকের কথা হচ্ছে—
ভদ্রলোক: আচ্ছা জনাব, আপনার যখন গরম লাগে, আপনি তখন কী করেন?
শফিক: কেন, এসির পাশে গিয়ে বসে থাকি!
ভদ্রলোক: এসির পাশে বসেও যদি আপনার গরম লাগে?
শফিক: হুম, তখন এসিটা চালিয়ে দেই।

****

ইংরেজি সিনেমা দেখা নিষেধ
একবার কলেজের অডিটরিয়ামে মাদার তেরেসা এসেছিলেন। অনুষ্ঠানটি দেখা নিয়ে হীরা আর ভোলার সঙ্গে কথা হচ্ছে—
হীরা: জানিস, আজ সন্ধ্যায় মাদার তেরেসা আসবেন আমাদের অডিটরিয়ামে। চল না, একসঙ্গে দেখে আসি।
ভোলা: না রে! তুই একাই যা। বাবা আমাকে ইংরেজি সিনেমা দেখতে নিষেধ করেছেন তো!

****

আয়নায় নিজের চেহারা দেখা
একদিন বাদশা তার সহযোগীকে বললেন
বাদশা: কাল থেকে আমি আর আয়নায় নিজের চেহারা দেখব না। আমার চেহারা যে এত বিচ্ছিরি, তা এতদিনে জানলাম।
সহযোগী: হুজুর, মাফ করবেন, আয়নায় নিজেকে দেখে বলছেন আপনি দেখতে বিচ্ছিরি। কিন্তু এই এতদিন সবাই আয়না ছাড়াই আপনাকে দেখতে বাধ্য হয়েছে।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।