আজকের কৌতুক: ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৯ আগস্ট ২০২১

ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি
একদিন এক গার্ড দেখল হোজ্জা তার শোয়ার ঘরের জানালা খুলে বেরিয়ে আসতে চাইছেন। তখন ছিল গভীর রাত–
গার্ড: কী করছেন আপনি? এভাবে বাইরে আসতে চাইছেন কেন?
হোজ্জা: চুপ! ওরা বলে আমি না-কি ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি করি। সেটা দেখার জন্যই চেষ্টা করে যাচ্ছি।

****

বিদ্যার জাহাজ ডাঙায় কেন?
গোপালের সাথে এক ভদ্রলোকের পরিচয় করিয়ে দিচ্ছেন রামবাবু–
রামবাবু: বুঝলে গোপাল, ইনি হলেন শ্রী বিদ্যাচরণ মিশ্র। তোমার মতো অকাট মূর্খ নন, রীতিমত যাকে বলে বিদ্যার জাহাজ!
গোপাল: তা জাহাজই যখন, ডাঙায় কেন? সাগরের জলে ভাসিয়ে দিন না!

****

কখনো বানর দেখেননি
গোপালকে বলছেন শ্যামবাবু–
শ্যাম:বাবু: এখানে বানরের বড্ড উৎপাত। তোমাকে তো দেখতে বেশ বানরের মতোই! ওদের দলে তোমাকে ছেড়ে দিলে কী হবে বলো তো? তুমি নিশ্চয়ই কখনো বানর দেখোনি?
গোপাল: আজ্ঞে না! আপনার মত বানর আমি আগে আর কখনো দেখিনি!

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।