আজকের কৌতুক : পোশাক দেখে ছেলে-মেয়ে চেনা যায় না

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১০ আগস্ট ২০২১

পোশাক দেখে ছেলে-মেয়ে চেনা যায় না
পার্কে পাশাপাশি দু’জন বসে আছেন। একজন অন্যজনকে বললেন–
১ম জন: কী দিনকাল যে পড়েছে! আজকাল পোশাক-আশাক দেখে চেনা যায় না কোনটা ছেলে আর কোনটা মেয়ে। ওই যে ওই মেয়েটিকে দেখুন। কে বলবে যে সে মেয়ে!
২য় জন: যে মেয়েটির কথা বলছেন, ও কিন্তু আমারই মেয়ে।
১ম জন: সরি, জানতাম না যে আপনি ওর বাবা।
২য় জন: এক্সকিউজ মি! আমি ওর বাবা নই, মা।

****

সাপ কি খুবই বিষাক্ত?
বাচ্চা সাপ: আচ্ছা মা, আমরা কি খুবই বিষাক্ত?
মা সাপ: কেন? কী হয়েছে?
বাচ্চা সাপ: এইমাত্র আমি ভুল করে জিহ্বায় কামড় দিয়েছি।

****

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
রাস্তায় দাঁড়িয়ে খুব আয়েশ করে এক লোক সিগারেট ফুঁকছেন। তাই দেখে আরেক লোক জিজ্ঞাসা করলেন–
লোক: দিনে কয় প্যাকেট সিগারেট খান আপনি?
ধূমপায়ী: পাঁচ প্যাকেট।
লোক: তার মানে তিনশ টাকার! কত বছর ধরে খাচ্ছেন?
ধূমপায়ী: বিশ বছর।
লোক: বলেন কি! জানেন, সিগারেট না খেলে আপনি আপনার পেছনের ওই তিনতলা বাড়িটার মত একটি বাড়ি বানাতে পারতেন?
ধূমপায়ী: ওই বাড়িটা আমারই। তার চেয়ে বলুন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা বর্জন করাই ভালো।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।