আজকের কৌতুক : তিন বছর ধরে কুমিরের পেটে!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৩ আগস্ট ২০২১

তিন বছর ধরে কুমিরের পেটে!
ন্যাশনাল জিওগ্রাফি দেখছিলেন দুই নারী—
১ম নারী: কী অবাক কাণ্ড! বেয়ার গ্রিলস তিমির পেটে তিন দিন ছিলেন।
২য় নারী: আমার স্বামী এর চেয়ে বেশিদিন ধরে কুমিরের পেটে।
১ম নারী: বলেন কী! এর চেয়ে বেশিদিন! কত দিন?
২য় নারী: তিন বছর ধরে তিনি তো কুমিরের পেটেই আছেন।

****

বিজ্ঞাপন

পাঁচ হচ্ছে লাকি নাম্বার
পাঁচ হচ্ছে শাহেদের লাকি নাম্বার। তার জীবনে পাঁচের একটি বিশেষ প্রভাব আছে। সে জন্য রেসে পাঁচ নম্বর ঘোড়াটির ওপর বাজি ধরেছিলেন। রেস শেষে তার বন্ধু জানতে চাইলেন—
বন্ধু: নিশ্চয়ই তোমার ঘোড়াটা দৌড়ে জিতেছে?
শাহেদ: না, সেটা পঞ্চম স্থানে এসেছে।

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শ্মশানের দিকে আগানোর পরামর্শ
এক পাকিস্তানি আর এক ভারতীয় লোকের দেখা হলো—
পাকিস্তানি: আপনাদের দেশের ওপর পারমাণবিক বোমা হামলা হলে আপনাদের কী করতে পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতীয়: আমাদের পরামর্শ দেওয়া হয়েছে, ‘পরামাণবিক বোমা হামলা হলে আপনারা মাটিতে শুয়ে পড়বেন। তারপর হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে শ্মশানের দিকে এগোতে থাকবেন।’

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।