আজকের কৌতুক : আফ্রিকার জঙ্গলে মানুষখেকো!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৮ জুন ২০২১

আফ্রিকার জঙ্গলে মানুষখেকো!
আফ্রিকার জঙ্গলে বেড়াতে গেছেন এক পর্যটক। বনের ভেতর হাঁটতে হাঁটতে গাইডের সঙ্গে কথা বলছিলেন তিনি-
পর্যটক: এখানে কোনো মানুষখেকো জংলি নেই তো?
গাইড: নাহ, নেই।
পর্যটক: আপনি নিশ্চিত?
গাইড: অবশ্যই। কারণ শেষ যে মানুষখেকোটা ছিল, ওটাকে আমরা গত পরশু খেয়ে ফেলেছি!

****

চট্টগ্রাম কখন ট্রেনের কাছে পৌঁছবে?
বাবার সঙ্গে চট্টগ্রাম যাবে বলে ট্রেনে উঠেছে ছোট্ট ছেলেটি। এটিই তার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ। জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিল সে। একটি বাড়ি পেছনের দিকে চলে গেল, চলে গেল একটা গাছ, একটা ল্যাম্পপোস্ট। অবাক হয়ে দেখছিল ছেলেটি। বাবাকে সে চোখ বড় বড় করে প্রশ্ন করল, ‘বাবা, চট্টগ্রাম কখন ট্রেনের কাছে এসে পৌঁছবে?’

****

ত্রিভুজের জ্বালায় পিরামিড দেখা যায় না!
ছুটি কাটাতে মিশর গেছেন হারিস চৌধুরী। সেখানে পিরামিড দেখে ফেরার পর তার এক বন্ধু জিজ্ঞেস করল-
বন্ধু: কিরে, কেমন দেখলি পিরামিড?
হারিস: দূর! বড় বড় ত্রিভুজের জ্বালায় তো কিছু দেখাই যায় না!

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।