আজকের কৌতুক : নারীদের কেন পরীক্ষার মতো মনে হয়?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৭ মে ২০২১

নারীদের কেন পরীক্ষার মতো মনে হয়?
একদিন বিকেলে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু: জানিস, নারীদের আমার স্কুলের পরীক্ষার মতো মনে হয়।
২য় বন্ধু: কেন?
১ম বন্ধু: এরা জটিল, সহজে বোঝা যায় না, একগাদা প্রশ্ন, উত্তরটা সব সময়ই সন্দেহযুক্ত!

****

ছুটিতে ঘুরতে গেলে যে বই পড়বেন
রকিব: দোস্ত, আমি তো ছুটি কাটাতে কক্সবাজার যাচ্ছি। আমাকে একটা ভালো বই দিতে পারবি? জমজমাট উত্তেজনাপূর্ণ, রহস্যময় কোনো বই, যেন বইটা পড়ে আমার ছুটিটা ভালো কাটে।
বল্টু: এই বইটা নিয়ে যা। খুবই রোমাঞ্চকর আর রহস্যময়। মজাটা হলো, নায়কের বাবাকে কে খুন করল, সেটা তুই আগে কিছুতেই বুঝতে পারবি না। একেবারে শেষ পৃষ্ঠায় গিয়ে জানবি, খুনটা আসলে বাগানের মালি করেছে!

****

কাপড়ের দোকান খুলে জেলে
তপু: তোর ছোট ভাইটা এখন কী করছে?
রাজিব: কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, এখন জেলে আছে।
তপু: কেন?
রাজিব: কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে, দরজা ভেঙে!

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।