আজকের কৌতুক : আফ্রিকার সব বাঘ মেরে ফেলা হয়েছে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ এএম, ২০ মে ২০২১

আফ্রিকার সব বাঘ মেরে ফেলা হয়েছে
এক শিকারি বন্ধুদের আড্ডায় বসে গল্প করছে-
শিকারি: জানিস, সেবার আফ্রিকার জঙ্গলে গিয়ে আমি কতগুলো রয়েল বেঙ্গল টাইগার মেরেছি?
বন্ধুরা: আফ্রিকার জঙ্গলে তো রয়েল বেঙ্গল টাইগারই নেই! তুই মারবি কোথা থেকে?
শিকারি: আহ্! সব যদি আমি মেরেই ফেলি, তাহলে থাকবে কোথা থেকে?

****

সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য কী?
একটি চাকরির মৌখিক পরীক্ষায় প্রার্থীকে প্রশ্ন করা হলো-
প্রশ্নকর্তা: বলুন তো, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য কী?
প্রার্থী: সত্য বলে ফেললেই হয়। কিন্তু মিথ্যা বলার পর মনে রাখতে হয়!

****

মেধাশূন্য হয়ে পড়ছে পৃথিবী
কবি: জানেন গল্পকার, পৃথিবী দিন দিন মেধাশূন্য হয়ে পড়ছে।
গল্পকার: কিভাবে?
কবি: এই ধরেন অ্যারিস্টটল মারা গেলেন, নিউটন গত হয়েছেন, আইনস্টাইন মরে ভূত হয়ে গেলেন, স্টিফেন হকিংও মারা গেলেন, আমার শরীরটাও বেশি ভালো ঠেকছি না কয়েকদিন ধরে...

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।