আজকের জোকস : ২৯ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ২৯ নভেম্বর ২০১৫

একটা বারে বসে দুজন কথা বলছে। তাদের সামনের টেলিভিশনে সাতটার খবর হচ্ছে। খবরে দেখাচ্ছে, এক লোক একটা সেতুর রেলিংয়ে উঠেছে। প্রথমজন বলল, ‘এই লোকটা এখনই ব্রিজ থেকে লাফ দেবে।’
দ্বিতীয় লোকটা বলল, ‘না, লাফ দেবে না।’
-‘অবশ্যই দেবে।’
-‘না, দেবে না।’
-‘বাজি ধরো। ৫০০ টাকা।’
-‘আচ্ছা, বাজি। ৫০০ টাকা।’

খবরে দেখা গেল, সেতুর রেলিংয়ে দাঁড়ানো লোকটা সত্যি সত্যি লাফ দিল। সঙ্গে সঙ্গে দ্বিতীয় লোক ৫০০ টাকা বের করে দিল প্রথম ব্যক্তির হাতে। প্রথম লোক বলল, ‘না, টাকা দিতে হবে না। আমি আসলে পাঁচটার খবর দেখেছি। ও যে ব্রিজ থেকে লাফ দেয় সেটা আমি তখনই দেখেছি।’ দ্বিতীয় লোক বলল, ‘পাঁচটার খবর তো আমিও দেখেছি। কিন্তু আমি ভাবিনি একটা লোক এত বোকা হবে। দ্বিতীয়বারও সে একই ভুল করবে।’

****

একবার এক গ্রামের লোক ট্রেনের টিকিট কাটতে রেলওয়ে স্টেশনে আসেন।
-‘টিকিটের দাম কত?’
-‘কুড়ি টাকা।’
-‘১৫ টাকায় দেবেন?’
-‘না। আমাদের টিকিটের দাম ফিক্সড। আমাদের দাম কমানোর কোনো সুযোগ নেই।’
তখন লোকটা বলল, ‘আপনি না দিলে আমি অন্য দোকানে যাব।’
টিকিটবিক্রেতা হেসে বললেন, ‘টিকিট কেনার কাউন্টার এই একটাই। আর কোনো দোকানে এই টিকিট পাওয়া যাবে না।’
তখন ওই সরল যাত্রীটি বললেন, ‘একটাই দোকান। তাই তো আপনি দাম কমাচ্ছেন না। আরেকটা দোকান থাকলে ঠিকই টিকিটের দাম কমাতেন।’

****

এক নারীকে তার স্বামী খুব পেটাত। উপায়ান্তর না দেখে তিনি বিবাহ-বিচ্ছেদ ঘটালেন। তারপর আবার বিয়ে করলেন। এই স্বামীও খুব পেটায়।

যখন তিনি স্বামীর হাতে মার খান, তখন তিনি বিনিয়ে বিনিয়ে কাঁদেন আর বলেন, ‘আমার আগের স্বামীও মারত, কিন্তু আগের স্বামীর মারটা এর চেয়ে মধুর ছিল।’

****

শিক্ষক : দুই আর দুই কত হয়?
ছাত্র : স্যার, ৫ হয়।
শিক্ষক : কীভাবে?
ছাত্র : যখন ভুল হয়।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।