আজকের কৌতুক : মোটা বই কেনার কারণ কী?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৬ মার্চ ২০২১

মোটা বই কেনার কারণ কী?
বইমেলা চলছে। এক লোক মেলায় গিয়ে মোটা একটি বই কিনলেন। তা দেখে এক পাঠক তাকে বললেন-
পাঠক: ভাইজান, এত মোটা বই কিনলেন যে! আপনি নিশ্চয় খুব বই পড়ুয়া!
লোক: আরে মিয়া না।
পাঠক: তাহলে?
লোক: বাসায় মেহমান আসছে! তাই এই মোটা বইটি কিনলাম বালিশ হিসেবে ব্যবহার করার জন্য!

****

গোলাপজাম খাওয়ার উপায়
এক ছেলে জামগাছের পাশে একটি গোলাপ গাছের চারা লাগাচ্ছে। তা দেখে এক পথিক জিজ্ঞাসা করলেন-
পথিক: কী খোকা, জামগাছের পাশে গোলাপ ফুলের চারা লাগাচ্ছ, কী ব্যাপার?
খোকা: গোলাপজাম খাব তো, তাই জামগাছের পাশে গোলাপের চারা লাগাচ্ছি!

****

সূর্য নিয়ে দুই পাগলের ঝগড়া
আকাশের সূর্য নিয়ে দুই পাগলের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। এক পাগল বলল, ‘ওটা আগুনের গোলা!’ আরেক পাগল বলল, ‘না, ওটা চাঁদ!’ তাদের ঝগড়া শেষ পর্যন্ত মারামারিতে গিয়ে ঠেকল।

এমন সময় সেখানে এক পথচারী এসে হাজির। দুই পাগলই পথচারীকে জিজ্ঞেস করল, ‘আচ্ছা বল তো, ওটা কি আগুনের গোলা, না আকাশের চাঁদ?’ পথচারী মাথা চুলকে বলল, ‘আমি এ পাড়ায় থাকি না, তাই ঠিক বলতে পারছি না!’

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।