আজকের কৌতুক : স্ত্রী মারা যাওয়ার পর স্বামী ব্যাচেলর!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪০ এএম, ২৪ মার্চ ২০২১

স্ত্রী মারা যাওয়ার পর স্বামী ব্যাচেলর!
রাজিব: গত বছর তোমার গেটে লাগানো নেম প্লেটে দেখলাম কবির বিএ। এ বছর দেখছি এমএ। তুমি এক বছরে এমএ পাস করলে কীভাবে?
কবির: কেন? গত বছর বউ মারা যাওয়ায় আমি হয়ে গিয়েছিলাম ব্যাচেলর। তাই লিখেছিলাম বিএ (ব্যাচেলর অ্যাগেইন)। এ বছর বিয়ে করলাম। তাই হয়েছি এমএ (ম্যারেড অ্যাগেইন)।

****

আসামি আঙুলের ছাপ রেখে যায়
বাবুল গোয়েন্দা বিভাগে ইন্টারভিউ দিতে এসেছেন-
প্রশ্নকর্তা: বলুন তো, কেন আসামি সব সময় ফিঙ্গারপ্রিন্ট রেখে যায়?
বাবুল: ওরা বেশিরভাগ সময় অশিক্ষিত হয়, তাই আঙুলের ছাপ রেখে যায়! শিক্ষিত হলে অবশ্যই সাইন করে যেত!

****

দিন দিন স্ত্রীর বয়স কমে যাচ্ছে
খাবার টেবিলে বসে স্বামী হঠাৎ স্ত্রীকে বলছে-
স্বামী: দিনে দিনে তো মনে হয় তোমার বয়স কমে যাচ্ছে।
স্ত্রী: কী করে বুঝলে?
স্বামী: শুনেছি বয়স বাড়লে না-কি অভিজ্ঞতাও বাড়ে। কিন্তু তোমার রান্না খেয়ে তো মনে হয় না তোমার অভিজ্ঞতা বাড়ছে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।