আজকের জোকস : ২২ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০৩:৫০ এএম, ২২ নভেম্বর ২০১৫

একদিন একজন শিক্ষক ছাত্রকে পড়া জিজ্ঞেস করলেন-
শিক্ষক : বলো তো মশা কত প্রকার?
ছাত্র : মশা আট প্রকার।
শিক্ষক : মশা আবার আট প্রকার হয় কীভাবে?
ছাত্র : ১. যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় তাকে রাক্ষস মশা বলে।
        ২. যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে।
        ৩. যে মশা নাকের ভেতর ঢুকে কামড়ায় তাকে নমরুদী মশা বলে।
        ৪. যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগসন্ধানী মশা বলে।
        ৫. যে মশা কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মশা বলে।
        ৬. যে মশাকে থাপ্পড় দিলে ফাঁক দিয়ে চলে যায় তাকে গোল্লাছুট মশা বলে।
        ৭. যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে।
        ৮. যে মশা মশারির ভেতর ঢুকে কামড়ায় তাকে মূর্খ মশা বলে।

****

দুই মহিলা এক জায়গায় বসে কথা বলছিলেন-
প্রথম মহিলা : আমার স্বামী এতোই আত্মভোলা যে বাজারে গেলে মাছ কিনবে তো তরকারি কিনবে না, আর তরকারি কিনবে তো মাছ কিনবে না।
দ্বিতীয় মহিলা : আমার স্বামী আরো বেশি আত্মভোলা। সেদিন সকালে বাজার করতে গিয়েছিলাম। অফিসে যাওয়ার পথে স্বামী আমাকে দেখে বললেন, ‘কিছু মনে করবেন না ম্যাডাম। আপনাকে যেন আমার খুব পরিচিত বলে মনে হচ্ছে। মনে হচ্ছে কোথায় যেন দেখেছি।

****

এটিএম বুথ থেকে রিমি আপু ফোন করেছে-
আপু : হ্যালো, এই এটিএম বুথে কার্ড ঢোকানোর জায়গা আছে। কিন্তু পিন ঢোকানোর কিছু দেখছি নাতো।
আমি : বলো কি আপু, পিন ঢোকানোর জায়গা থাকবে কেন?
আপু : আরে, বারেবারে স্ক্রীনে লেখা আসছে Please Enter your Pin. কিন্তু আমি সেই পিন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু…?

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।