আজকের জোকস : বিমানের নিয়ন্ত্রণ হারালেন পাইলট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২১ জানুয়ারি ২০২১

বিমানের নিয়ন্ত্রণ হারালেন পাইলট
বিমান চালানোর সময় হঠাৎ বিমানের নিয়ন্ত্রণ হারালেন নবীন পাইলট। রেডিওর মাধ্যমে তিনি সাহায্য প্রার্থনা করতে লাগলেন-
নবীন পাইলট: আমি কিছুতেই বিমানটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না। আমাকে সাহায্য করুন।
সাহায্যকারী: ঘাবড়াবেন না। শান্ত হোন। প্রথমেই আমাকে আপনার অবস্থান এবং উচ্চতা সম্পর্কে বলুন।
নবীন পাইলট: আমার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং অবস্থান বিমানের সামনের অংশে!

****

আগ্নেয়গিরির ছবি তুলতে গিয়ে
আগ্নেয়গিরির ছবি তুলবেন বলে একটা বিমান ভাড়া করলেন একজন আলোকচিত্রী। বিমান আকাশে ওড়ার সময়-
আলোকচিত্রী: ডানে যান, বাঁয়ে যান। হু, এবার আগ্নেয়গিরিটার খুব সামনে থেকে ঘুরে আসুন।
পাইলট: কেন?
আলোকচিত্রী: কারণ আমি একজন আলোকচিত্রী, আমি আগ্নেয়গিরির ছবি তুলব।
পাইলট: তার মানে আপনি আমার সেই প্রশিক্ষক নন; যার আজ আমাকে বিমান অবতরণ করা শেখানোর কথা!

****

চিতই পিঠা দেখে অবাক বিদেশি
এক ইংরেজ ভদ্রলোক ঢাকার রাস্তায় হাঁটতে হাঁটতে একটা পিঠার দোকান দেখে দাঁড়ালেন। পিঠা দেখিয়ে বিক্রেতাকে বললেন-
ইংরেজ: হোয়াট ইজ দিস?
বিক্রেতা: ইট ইজ চিতই পিঠা।
ভদ্রলোক: হোয়াট মিনস চিতই পিঠা?
বিক্রেতা: ওয়ান সাইড ফুটা ফুটা, আন্ডার সাইড পোড়া পোড়া। ইট ইজ কল চিতই পিঠা।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।