আজকের কৌতুক : ছাত্র-শিক্ষকের মজার তিনটি ঘটনা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০

ঘটনা- এক
শিক্ষক: খোকা, তুমি হোমওয়ার্ক করোনি কেন?
খোকা: স্যার, আমি তো হোস্টেলে থাকি।
শিক্ষক: তাতে কী হয়েছে?
খোকা: আপনি তো হোস্টেলওয়ার্ক করতে বলেননি।

****

ঘটনা- দুই
পরীক্ষার হলে পরীক্ষক এসে ছাত্রদের জিজ্ঞেস করলেন-
পরীক্ষক: কী, প্রশ্ন কেমন হয়েছে?
ছাত্র: স্যার, এত কঠিন প্রশ্ন হয়েছে যে উত্তর দিতে গিয়ে বারোটা বেজে যাবে।
পরীক্ষক: তাতে তো কোনো সমস্যা নেই। তোমাদের খাতা নেওয়া হবে একটার সময়।

****

ঘটনা- তিন
শিক্ষক: রনি, বল তো ৭ আর ৩ মিলে কত হয়?
রনি: স্যার, ৭ আর ৩ মিলে ১১ হয়।
শিক্ষক: বোকা ছেলে, ৭ আর ৩ মিলে ১০ হয়।
রনি: স্যার, আপনাদের মুখের কথা ঠিক নেই।
শিক্ষক: কীভাবে ঠিক নেই?
রনি: একদিন বলেন, ৫ আর ৫ মিলে ১০ হয়। আরেকদিন বলেন, ৬ আর ৪ মিলে ১০ হয়। আর আজ বলেন, ৭ আর ৩ মিলে ১০ হয়।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।