আজকের কৌতুক : মাথা দিয়ে ইট ভাঙার চেষ্টা!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০

মাথা দিয়ে ইট ভাঙার চেষ্টা!
মাথায় মারাত্মক আঘাত নিয়ে পল্টু গেছেন ডাক্তারের কাছে-
পল্টু: ডাক্তার, তাড়াতাড়ি কিছু করেন! শেষ হয়ে গেলাম!
ডাক্তার: কীভাবে এমন হলো?
পল্টু: আর বলবেন না, বাড়ির কাজের জন্য পাথর দিয়ে ইট ভাঙছিলাম। সামনে দিয়ে এলাকার স্কুলের মাস্টার যাচ্ছিলেন। তিনি বললেন, ‘মাঝে-সাঝে মাথাটাও কাজে লাগাও’।
ডাক্তার: তো কী হয়েছে?
পল্টু: তার কথামতো পাথরের বদলে মাথা দিয়ে ইট ভাঙার চেষ্টা করলাম।

****

টাকায় বাঘের দুধও মেলে
এক লোক রেস্টুরেন্টের সামনে একটি অদ্ভুত বিজ্ঞাপন দেখে দাঁড়ালেন। বিজ্ঞাপনে লেখা আছে, ‘আমরা যদি আপনার অর্ডার অনুযায়ী খাবার দিতে ব্যর্থ হই, তাহলে আপনাকে ৫০০ টাকা দেওয়া হবে।’

লোকটি ভেতরে ঢুকতেই ওয়েটার এলো। তিনি এক গ্লাস বাঘের দুধ আর দু’টি রুটি দিতে বললেন। ওয়েটার অর্ডার লিখে কিচেনে চলে গেল।

কিছুক্ষণের মধ্যে ম্যানেজার পাঁচটি ১০০ টাকার নোট নিয়ে ফিরে এলেন। টাকাগুলো টেবিলে রেখে বললেন, ‘এই নিন আপনার টাকা। গত ১০ বছরে এই প্রথম আজ আমাদের রুটি ছিল না।’

****

পুরস্কার দেওয়ার জন্য ভাঙতি টাকা
পরমার হাতব্যাগটা হারিয়ে গিয়েছিল। ব্যাগটা পেয়ে ফেরত দিতে এলো বিকাশ-
পরমা: আশ্চর্য। আমি যখন ব্যাগটা হারিয়েছি; তখন ভেতরে একটি ৫০০ টাকার নোট ছিল, এখন ভেতরে ১০টা ৫০ টাকার নোট। এটা কেমন করে সম্ভব?
বিকাশ: সম্ভব। কারণ এর আগে যখন আমি একজনের ব্যাগ ফেরত দিতে গিয়েছিলাম, তার কাছে আমাকে পুরস্কার দেওয়ার মতো ভাঙতি টাকা ছিল না!

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।