আজকের জোকস : ১০ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:২৭ এএম, ১০ নভেম্বর ২০১৫

অ্যারিস্টটলকে একলোক একবার অনেক বিশ্রী ভাষায় গালিগালাজ করলো। কিন্তু তিনি টু শব্দটিও করলেন না।
পরবর্তীতে অপর এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করলো যে, আপনাকে সে এভাবে গালি দিলো আর আপনি তাকে কিছুই বললেন না কেন?
তার জবাবে অ্যারিস্টটল বলেছিলেন, ‘তোমাকে আমি দুটো পয়সা দিলে তুমি যদি তা না নাও তবে তা কার কাছে থাকে?’

****

ম্যাডাম : অনেক অনেক বছর আগের কথা। তখন মোঘল সম্রাট আকবরের শাসনামল ছিল। একদিন তিনি তার বিছানায় শুয়ে ছিলেন।
এমন সময় এক ছাত্র দাঁড়িয়ে-
ছাত্র : ম্যাডাম, এই পোলা পিছে থাইকা আমারে খালি খুচাইবার লাগছে।
ম্যাডাম : এই ছেলে, আমার পড়ানোর সময় কোন ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করলে কান ধরে বের করে দেব। তো আমরা আমাদের পড়ায় ফিরে আসি। আমি যেন কোথায় ছিলাম?
ছাত্র : ম্যাডাম আকবরের বিছানায়...।

****

একদিন প্রেমিকা তার প্রেমিককে-
প্রেমিকা : প্রিয়তম, আমাদের এনগেজমেন্টে তুমি কি আমাকে ‘রিং’ দিবে?
প্রেমিক : অবশ্যই! তোমার ফোন নম্বরটা দাও। আমি অবশ্যই রিং দেব।

****

সাইফ : তুই তোর বউয়ের সাথে ঝগড়া করিস?
রিয়াজ : হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়া শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।
সাইফ : বলিস কী! তারপর?
রিয়াজ : তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর মারব না।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।