আজকের জোকস : ০৭ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০৫:০৫ এএম, ০৭ নভেম্বর ২০১৫

একদিন এক লোক তার এক ধনী আত্মীয়ের বাসায় বেড়াতে গেল। তখন সেই আত্মীয় তাকে জিজ্ঞেস করলো-
-কী দেব বলুন- ফলের জুস, চা, কফি, সফট ড্রিংকস নাকি অন্য কিছু?
-চা।
-সাধারণ, নাকি হারবাল? গ্রিন টি, নাকি আইস টি?
-সাধারণ চা।
-লাল চা, নাকি দুধ চা?
-দুধ চা।
-গরুর দুধ, ছাগলের দুধ, নাকি উটের দুধের?
-গরুর দুধের।
-ঠান্ডা, নাকি গরম?
-গরম।
-ফুলক্রিম, লো ফ্যাট, নাকি ফ্যাট ফ্রি?
-উমমমম…তারচেয়ে বরং লাল চা-ই দিন।
-চিনি, নাকি মধু দেব?
-চিনি দিন দয়া করে।
-ক্যান সুগার, নাকি বিট সুগার?
-ক্যান সুগারই দিন।
-সাদা, বাদামি, নাকি হলুদ চিনি?
-থাক ভাই, চা লাগবে না! আপনি আমাকে এক গেলাস পানি দিন!
-মিনারেল, নাকি নরমাল?
-মিনারেল।
-ফ্লেভারড, নাকি নন ফ্লেভারড?
-ভাই রে, অত কিছু বুঝি না! আপনি আমাকে নদীর পানিই দিন!

***
এক লোক দাঁতের ব্যথায় অতিষ্ট হয়ে ডাক্তারের কাছে এসেছে।
রোগী : ডাক্তার সাহেব আমাকে তাড়াতাড়ি ওষুধ দিন, দাঁতের ব্যথায় রাতে ঘুমাতে পারি না।
ডাক্তার : ভালো! আপনাকেই তো আমি খুঁজতেছি।
রোগী : কেন?
ডাক্তার : আমার একজন নাইট গার্ড লাগবে।

***
১ম বন্ধু : জানিস, আমি ছোটবেলায় একবার পাঁচতলা থেকে নিচে পড়ে গিয়েছিলাম।
২য় বন্ধু : বলিস কি! তারপর? তারপর কী হলো? তুই কি মারা গিয়েছিলি?
১ম বন্ধু : কী জানি! ছোটবেলার গল্প কি আর এখন মনে আছে?

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।