আজকের জোকস : ২৬ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২৬ অক্টোবর ২০১৫

ভাগ্নে : আচ্ছা মামা, বলতো সবচেয়ে সাহসী কে?
মামা : কেন, মানুষ।
ভাগ্নে : মামা, তুমি যে কি বল না! মানুষ যদি এত সাহসীই হত তাহলে সামান্য মশার ভয়ে কি মশারির ভেতর লুকাত?

*****

স্ত্রী : এতক্ষণ ধরে ওই কাগজটিতে কী দেখছ তুমি?
স্বামী : কই, কিছু না তো!
স্ত্রী : আরে, এ যে দেখি ডাহা মিথ্যে কথা বলছ। তুমি প্রায় চার ঘণ্টা ধরে আমাদের কাবিননামা এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছটা কী, শুনি?
স্বামী : না, তেমন কিছু নয়। অনেকক্ষণ ধরে খুঁজেও কেন জানি কাবিননামার মেয়াদ উত্তীর্ণের তারিখটা বের করতে পারলাম না।

*****

ছেলে :  আচ্ছা, কালকে যিনি আমার ফোন রিসিভ করলেন, উনি কি তোমার স্বামী?
মেয়ে : ছি ! আপনি এটা বলতে পারলেন ! আপনার মুখে বাঁধলো না?
ছেলে : সরি, ভুল হয়ে গিয়েছে। কিছু মনে করো না প্লিজ !
মেয়ে :  ইটস ওকে।
ছেলে : আচ্ছা উনি তাহলে কে ছিলেন ?
মেয়ে : আমার ছেলে, ক্লাস টেনে পড়ে।

*****
চার পাগল একটি পুকুর ঘাটে বসে কথা বলছে।
১ম পাগল : শুনেছিস, গতরাতে এই পুকুরে আগুন লেগেছে।
২য় পাগল : তাই নাকি? তাহলে মাছগুলো কোথায় উড়ে পালিয়ে ছিল?
৩য় পাগল : যা, মাছের কি ঘোড়ার মত পাখা আছে নাকি উড়ে চলে যাবে।
৪র্থ পাগল : তোরা সবাই পাগল হয়ে গেছিস। ওই সময় মাছেরা আগুনকে কেরোসিন দিয়ে নিভাচ্ছিল।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।