আজকের জোকস : ঘড়ি আর দই বানিয়েছে কে?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ১৭ জুন ২০২০

ঘড়ি আর দই বানিয়েছে কে?
জগলু: দুইটা বিষয় এখন পর্যন্ত বুঝে আসলো না।
ফজলু: কী বিষয়?
জগলু: যে লোকটা প্রথম ঘড়ি বানিয়েছিল, সে সময় মিলিয়েছিল কীভাবে?
ফজলু: আরেকটা?
জগলু: আর যে লোক প্রথম দই জমিয়েছিল, সে দইয়ের বীজ কোথায় পেয়েছিল!

****

কোনটি প্রাগৈতিহাসিক প্রাণি?
শিক্ষক: হিটলার, প্রাগৈতিহাসিক একটি প্রাণির নাম বলো তো।
হিটলার: জেব্রা, স্যার।
শিক্ষক: বলে কি ছেলে? জেব্রা প্রাগৈতিহাসিক প্রাণি!
হিটলার: জ্বি স্যার। কারণ বাকি সব প্রাণি যার যার মতো রং নিয়েছে, শুধু জেব্রাটাই এখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়ে গেল...

****

স্ত্রীর বাপের বাড়ি যাওয়া
স্বামী: বাপের বাড়ি যাচ্ছো কবে?
স্ত্রী: আমি বাপের বাড়ি তখনই যাবো; যখন তুমি নিজে গিয়ে আমাকে দিয়ে আসবে!
স্বামী: মঞ্জুর করলাম। তবে তুমিও ওয়াদা করো!
স্ত্রী: কী ওয়াদা?
স্বামী: আমি গিয়ে না আনা পর্যন্ত তুমি আমার বাড়ি ফিরে আসবে না!

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।