আজকের জোকস : ধনিয়া পাতা নিয়ে বাবা-ছেলের কাণ্ড!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৫ জুন ২০২০

ধনিয়া পাতা নিয়ে বাবা-ছেলের কাণ্ড!
বাবা: তোকে ধনিয়া পাতা আনতে পাঠালাম আর তুই নিয়ে এলি পুদিনা পাতা!
ছেলে: আমি তো চিনতে পারিনি।
বাবা: এমন বোকা ছেলে আমার দরকার নেই। যা বাড়ি থেকে বের হয়ে যা।
ছেলে: বাবা, তবে চলো একসঙ্গেই বের হই!
বাবা: কেন?
ছেলে: না, মা বলছিল যে এটা না-কি মেথি পাতা!

****

বাস্তবতা ও বিভ্রান্তির সংজ্ঞা
এক স্কুলে একজন রগচটা শিক্ষক ছিলেন। ছাত্ররা তাকে মোটেও পছন্দ করতো না। তো একদিন-
শিক্ষক: বাস্তবতা এবং বিভ্রান্তির ব্যাখ্যা দাও রফিক, জলদি!
রফিক: স্যার, আপনি আমাদের পড়াচ্ছেন, এটা হচ্ছে বাস্তবতা।
শিক্ষক: আর বিভ্রান্তি কোনটা?
রফিক: আর যদি আপনি মনে করে থাকেন যে, আপনার পড়ানো আমরা বুঝতেছি- তবে এটা বিভ্রান্তি!

****

পায়ের নিচে স্যান্ডেলও আছে
মা: আমার কথা মানতে শেখ। যখন আমি বলব, তখন সঙ্গে সঙ্গে ফোন রেখে পড়তে বসবে।
মেয়ে: তুমি আমার জানের জান মা। তোমার পায়ের নিচে তো আমার বেহেশত। তুমি এমন শক্ত আচরণ কর কেন মা?
মা: মায়ের পায়ের নিচে যেমন সন্তানের বেহেশত। আবার মায়ের পায়ের নিচে এক জোড়া স্যান্ডেলও আছে।
মেয়ে: তো, স্যান্ডেল থাকলে কী?
মা: সেগুলো ব্যবহার করতে বাধ্য করিস না...

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।