আজকের কৌতুক : বন্ধু বাসায় এলে কী করতে হয়?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৫ মে ২০২০

বন্ধু বাসায় এলে কী করতে হয়?
বন্ধু বাসায় আসছে শুনে চরম আতঙ্কিত হয়ে নান্টু দামি মোবাইল ফোন, জ্যাকেট, জুতো, জামা সব লুকিয়ে রাখছে। তা দেখে অবাক চাকর প্রশ্ন করল-
চাকর: স্যার ঘটনা কী? আপনার বন্ধু কি চোর না-কি?
নান্টু: আরে না। চোর হতে যাবে কেন!
চাকর: তাইলে সবকিছু লুকাইতাছেন কেন?
নান্টু: এইগুলো তার ঘর থেকেই এনেছিলাম।
চাকর: তো সমস্যা কী, স্যার?
নান্টু: আরে গর্দভ! ওকে না বলে এনেছিলাম।

****

সবচেয়ে অলস কে?
শিক্ষক: আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে পড়া দিতে হবে না।
ছাত্র: সত্যি স্যার?
শিক্ষক: হুম, এবার বলো কে সবচেয়ে অলস?

কিছুক্ষণের মধ্যে পল্টু বাদে সবাই হাত তুলল।
শিক্ষক: তুমি হাত তুলছ না কেন?
পল্টু: স্যার, হাত তুলতে কষ্ট হয়!

****

ঝাক্কাস ডিজাইনের নতুন শাড়ি
স্ত্রীর জন্য ঈদের মার্কেট করতে যাননি লাল্টু। এমন সময় ঝাক্কাস ডিজাইনের নতুন শাড়িটা পরেই তার ঘরে হাজির সুন্দরী প্রতিবেশী।
এরপর চোখ বড় বড় হয়ে যাওয়া তার স্ত্রীর কাছে সেই শাড়ির গুণগান জাহির করে চলেছেন বিরতিহীন।
এমন সুন্দরী প্রতিবেশী নারীর সাক্ষাতের চেয়ে সিনেমা হলের চেয়ারে ছারপোকার কামড় খাওয়াও অনেক ভালো।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।