আজকের জোকস : ব্যাচেলর ও সুখী দম্পতির মধ্যে পার্থক্য

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৪ এপ্রিল ২০২০

ব্যাচেলর ও সুখী দম্পতির মধ্যে পার্থক্য
প্রশ্নকর্তা: ব্যাচেলর ও সুখী দম্পতির মধ্যে পার্থক্য কী?
প্রার্থী: ব্যাচেলর অবস্থায় দেখবেন সুখী দম্পতির ছড়াছড়ি। আর বিয়ের পর চোখে পড়বে সুখী ব্যাচেলরদের আনন্দ-উচ্ছ্বাস।
প্রশ্নকর্তা: তাহলে বেইজ্জতি আর স্ত্রীর মধ্যে সম্পর্ক কী?
প্রার্থী: দুটোই এক আজব জিনিস, অন্যের হলে ভালো লাগে!

****

সৌরজগৎ সব দেখে ফেলি
মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে আমার পরিবারের ধারে-কাছে নেই নাসা। যেমন- শিশুকালেই মা আমাকে তার ভাই চাঁদের (চাঁদ মামার) সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং হরদম চাঁদের টুকরো বলে ঘোষণা করতেন।

এরপর বড় হতেই বাবার এক চড়ে চোখে সর্ষেফুল মানে চাঁদ-তারা, সৌরজগৎ সব দেখে ফেলি। বিয়ের পর তো বউ দিনে-দুপুরে আমাকে তারকা, ধূমকেতু দেখিয়ে ছাড়ছে। সন্তানদের কেউ কেউ তো বড় হয়ে আমাকে ব্ল্যাকহোল ভ্রমণ না করিয়ে ছাড়বে না।

****

স্বামীরা হচ্ছে সিনেমার মতো
১ম বন্ধু: আর বলিস না, আমরা স্বামীরা হচ্ছি সিনেমার মতো।
২য় বন্ধু: যেমন?
১ম বন্ধু: আমাদের একজন প্রযোজনা করেন আরেকজন পরিচালনা করেন।
২য় বন্ধু: খুলে বলো বন্ধু।
১ম বন্ধু: এ ক্ষেত্রে প্রযোজক হচ্ছেন আমার মা আর পরিচালক হচ্ছেন আমার স্ত্রী।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।